কোন বানানটি শুদ্ধ?
A
আশীষ
B
শিরচ্ছেদ
C
দ্বন্দ্ব
D
মুমুর্ষু
উত্তরের বিবরণ
'দ্বন্দ্ব' শব্দটি একটি বিশেষ্য পদ, যার অর্থ ঝগড়া, বিবাদ, যুদ্ধ ইত্যাদি। শব্দটির বিশ্লেষণকৃত রুপ হলো - দ্বি + দ্বি।

0
Updated: 9 hours ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
বিভিষিকা
B
বিভীষিকা
C
বিভিষীকা
D
বিভীষীকা
শুদ্ধ বানানটি – ‘বিভীষিকা’। বিভীষিকা= ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

0
Updated: 1 week ago
সঠিক বানান নয় কোনটি?
Created: 4 days ago
A
ধরণি
B
মূর্ছা
C
গুণ
D
প্রানী
অশুদ্ধ বানান প্রানী। শুদ্ধ বানান প্রাণী। এটি একটি বিশেষ্য পদ এবং মূলত সংস্কৃত থেকে এসেছে। শব্দটি গঠিত প্রাণ + ইন্ দ্বারা। অর্থে এটি মানুষের, পশু-পাখি, কীটপতঙ্গসহ সব ধরনের জীবকে বোঝায়।
অন্য উদাহরণগুলো:
-
ধরণি (বিশেষ্য পদ): অর্থ পৃথিবী, ধরা, বা যে সমস্ত কিছু ধারণ করে।
-
মূর্ছা (বিশেষ্য পদ): অর্থ অচৈতন্য অবস্থা বা মোহপ্রাপ্তি।
-
গুণ (বিশেষ্য পদ): অর্থ ধর্ম, স্বভাব বা প্রকৃতি।

0
Updated: 4 days ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 week ago
A
নুনতম
B
ন্যূনতম
C
নুন্যতম
D
নূন্যতম
ন্যূনতম বানানটি শুদ্ধ । এরুপ জ্যোতি ,র্যুঢ় ,ন্যূজ।

0
Updated: 1 week ago