কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
A
কমা
B
কোলন
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
উত্তরের বিবরণ
বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু … যতিচিহ্ন ব্যবহার করা হয়।

0
Updated: 9 hours ago
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
Created: 1 day ago
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হলো - - সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, বোধোদয় ইত্যাদি

0
Updated: 1 day ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 4 weeks ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।

0
Updated: 4 weeks ago
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Created: 1 week ago
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 1 week ago