A
নেনী
B
টমি
C
শেলী
D
ডলি
উত্তরের বিবরণ
ক্লোনিং হলো জীববিজ্ঞানের এক ধরনের প্রক্রিয়া যেখানে এক বা একাধিক জীবের সম্পূর্ণ বা আংশিক জেনেটিক অনুকরণ তৈরি করা হয়। এটি প্রাকৃতিক এবং কৃত্রিম দুই ধরনের হতে পারে।
প্রাকৃতিক ক্লোনিং
প্রাকৃতিক ক্লোনিং হল এমন প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জীব অযৌনভাবে নিজেই বংশবৃদ্ধি করে। এ ধরনের ক্লোনিংয়ে সৃষ্ট নতুন জীবনগুলো জেনেটিকভাবে তাদের মাতৃ জীবের অনুরূপ হয়।
উদাহরণস্বরূপ, ব্যাকটেরিয়া, কিছু প্রোটোজোয়া, ছত্রাক, অনেক শৈবাল ইত্যাদি এই পদ্ধতিতে নিজেদের বংশ বিস্তার করে। এছাড়া, একক কোষ থেকে উৎপন্ন কোষগুচ্ছও ক্লোন হিসেবে বিবেচিত হয়, কারণ এদের গঠন ও গুণাবলী সম্পূর্ণ একইরকম হয়।
কৃত্রিম ক্লোনিং
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে প্রয়োজনে কোনো বিশেষ জিনের অসংখ্য অনুলিপি তৈরি করা হয়, যা ক্লোনিংয়ের এক আধুনিক রূপ। এই প্রযুক্তিতে কোষকে বিশেষ পরিবেশে বংশবৃদ্ধি করানো হয় এবং একই ধরনের কোষগুচ্ছ পাওয়া যায়। এর মাধ্যমে জীবকোষ, অণুজীব, উদ্ভিদ ও প্রাণীর অনুরূপ সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়।
ক্লোনিংয়ের প্রকারভেদ
১. জিন ক্লোনিং
একই জিনের অসংখ্য অনুলিপি তৈরি করাকে জিন ক্লোনিং বলা হয়। এটি রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয় এবং বিভিন্ন জেনেটিক গবেষণায় ব্যবহৃত হয়।
২. সেল ক্লোনিং
একই ধরনের কোষের বহু অনুলিপি তৈরি করাকে সেল ক্লোনিং বলা হয়। এই পদ্ধতিতে কোষগুলো গুণগত দিক থেকে একরকম হয়।
৩. জীব ক্লোনিং
একটি জীব থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে একই ধরনের এক বা একাধিক জীবন তৈরি করাকে জীব ক্লোনিং বলা হয়। উদ্ভিদজগতে অঙ্গজ জননের মাধ্যমে উৎপাদিত উদ্ভিদগুলো ক্লোন হিসেবে বিবেচিত হয়। মানব সমাজে মনোজাইগোটিক যমজদেরও ক্লোন বলা যেতে পারে, কারণ তারা জেনেটিকভাবে একেবারে একইরকম।
আধুনিক জীব ক্লোনিং প্রযুক্তি
সম্প্রতি উন্নত জিন প্রযুক্তির সাহায্যে পূর্ণবয়স্ক প্রাণীর দেহকোষ থেকে নিউক্লিয়াস বের করে সেটিকে নিষেককৃত ডিম্বাণুতে স্থাপন করা সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় ডিম্বাণুর নিজস্ব নিউক্লিয়াস অপসারণ করা হয় এবং দেহকোষের নিউক্লিয়াস ইনজেকশন করা হয়। এর ফলে যে প্রাণী সৃষ্টি হয়, তার জেনেটিক গঠন সম্পূর্ণ তার ‘মাতৃ’ প্রাণীর মতোই হয়।
বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণী ডলি নামক ভেড়া এই পদ্ধতিতে ক্লোন করা হয়েছিল। এরপর ইঁদুর, খরগোশ, গরু, শূকর, এমনকি বানরও ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন হয়েছে। এই প্রযুক্তি খুবই উন্নত হলেও মানুষের ক্লোনিং বর্তমানে আইনত নিষিদ্ধ, কারণ এর নৈতিক ও সামাজিক জটিলতা অনেক বেশি।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 weeks ago