নৈতিক মূল্যবােধের উৎস কোনটি?
A
সমাজ
B
নৈতিক চেতনা
C
রাষ্ট্র
D
ধর্ম
উত্তরের বিবরণ
নৈতিক মূল্যবোধ মানুষের আচরণ ও মনোভাবের মূল ভিত্তি হিসেবে কাজ করে, যা তাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এবং সমাজে কল্যাণকর সম্পর্ক ও সহমর্মিতা গড়ে তোলে। নৈতিক মূল্যবোধের মূল উৎস হলো নীতি এবং উচিত-অনুচিতের বোধ।
-
নৈতিক মূল্যবোধ হলো সেই মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য মনে করে এবং মানসিকভাবে তৃপ্তি লাভ করে।
-
এতে অন্তর্ভুক্ত: সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ দেওয়া।
-
এছাড়া, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাও নৈতিক মূল্যবোধের অংশ।
-
শিশু তার পরিবারে প্রথমবারের মতো নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে।
অর্থাৎ, নৈতিক মূল্যবোধের উৎস হলো নৈতিক চেতনা।
0
Updated: 1 month ago
সুশাসনের ধারণাটি কোন সংস্থা থেকে উদ্ভাবিত হয়েছে?
Created: 3 weeks ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
বিশ্বব্যাংক
C
ইউএনডিপি
D
এডিবি
সুশাসন ও বিশ্বব্যাংক
সুশাসন ধারণাটি প্রথম উদ্ভাবন করেছে বিশ্বব্যাংক।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় প্রথমবার ‘Good Governance’ (সুশাসন) ধারণাটি ব্যবহৃত হয়।
-
একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে সেটি টেকসই উন্নয়নের পথে অগ্রসর হয়।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, "সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের **সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।"
২০০০ সালে বিশ্বব্যাংক ঘোষিত সুশাসনের চারটি প্রধান স্তম্ভ:
-
দায়িত্বশীলতা
-
স্বচ্ছতা
-
আইনি কাঠামো
-
অংশগ্রহণ
0
Updated: 3 weeks ago
কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
Created: 1 month ago
A
১৯৯৫
B
১৯৯৭
C
১৯৯৮
D
১৯৯৯
UNDP ও সুশাসন
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে প্রথমবার উন্নয়নশীল দেশগুলোর শাসনব্যবস্থা ও নীতি নিয়ে জোরালো আলোচনা শুরু করে। তখনই তারা সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
🔹 UNDP-এর সংজ্ঞা অনুযায়ী:
“একটি দেশের সামগ্রিক কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়, তাকেই সুশাসন বলা হয়।”
(Good Governance is the exercise of economic, political and administrative authority to manage a country’s affairs at all levels – UNDP, 1997)
UNDP-এর মতে সুশাসনের ৯টি মূল উপাদান
-
স্বচ্ছতা (Transparency)
-
আইনের শাসন (Rule of Law)
-
সকলের অংশগ্রহণ (Participation)
-
সংবেদনশীলতা (Responsiveness)
-
সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য (Consensus Oriented)
-
সমতা (Equity)
-
ন্যায্যতা (Fairness/Effectiveness)
-
জবাবদিহিতা (Accountability)
-
কৌশলগত লক্ষ্য/দূরদৃষ্টি (Strategic Vision)
উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট (1997, Governance Policy Paper)
0
Updated: 1 month ago
কোনটিকে সমাজের ভালো-মন্দের মানদণ্ড বলা হয়?
Created: 1 month ago
A
সাম্য
B
স্বাধীনতা
C
আইন
D
মূল্যবোধ
মূল্যবোধ (Moral Values):
মূল্যবোধকে সাধারণভাবে সমাজের ভালো-মন্দের মানদণ্ড বলা হয়।
মূল্যবোধের বৈশিষ্ট্য ও সংজ্ঞা:
-
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
-
এটি হলো কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস।
-
সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটানো শিক্ষাকেই মূল্যবোধ শিক্ষা বলা যায়।
-
মূল্যবোধ হলো রীতিনীতি ও আদর্শের মাপকাঠি, যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে।
-
মানুষের আচরণের সামাজিক মাপকাঠি হিসেবে কাজ করে।
-
এটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার একটি গুরুত্বপূর্ণ সূচক।
সমাজবিজ্ঞানী সংজ্ঞা:
-
আর. এম. উইলিয়াম (R. M. William) মতে,
“মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, যার আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতি-নীতি পরিচালিত হয় এবং যার মানদণ্ডে সমাজস্থ মানুষের কার্যাবলীর ভালো-মন্দ বিচার করা হয়।”
0
Updated: 1 month ago