'প্রান্তিক হৃদ' কোন জেলায় অবস্থিত?
A
সিলেট
B
বান্দরবান
C
খাগড়াছড়ি
D
রাঙামাটি
উত্তরের বিবরণ
প্রান্তিক হৃদ লেক বান্দরবান জেলায় অবস্থিত, যা দেশের সুন্দর ও পরিচিত লেকগুলোর একটি। বাংলাদেশের অন্যান্য উল্লেখযোগ্য লেকগুলো হলো:
-
কাপ্তাই লেক : রাঙামাটি
-
বগা লেক : বান্দরবান
-
মহামায়া লেক : চট্টগ্রাম
-
ফয়’স লেক : চট্টগ্রাম
-
ভাটিয়ারি লেক : চট্টগ্রাম

0
Updated: 10 hours ago
বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
Created: 6 hours ago
A
হাকালুকি হাওর
B
হাইল হাওর
C
টাঙ্গুয়ার হাওর
D
কোনটি নয়
হাকালুকি হাওর:
-
হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর।
-
এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
-
মোট আয়তন ২১,৫০০ হেক্টর।
-
অবস্থান: মৌলভীবাজার ও সিলেট জেলা।
-
এতে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
-
প্রধান প্রবাহ: জুরী ও পানাই নদী।
অন্যদিকে:
-
টাঙ্গুয়ার হাওর (১১,৭০০ হেক্টর) সুনামগঞ্জ জেলায়।
-
হাইল হাওর (১৫,১০০ হেক্টর) মৌলভীবাজার জেলায়।
-
শনির হাওর (৬,৬৩৮ হেক্টর) সুনামগঞ্জ জেলায়।
-
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর হলো টাঙ্গুয়ার হাওর।

0
Updated: 6 hours ago
'হাকালুকি হাওর' কোন জেলায় অবস্থিত?
Created: 1 week ago
A
সুনামগঞ্জ
B
হবিগঞ্জ
C
মৌলভীবাজার
D
কিশোরগঞ্জ
হাকালুকি হাওর:
-
বাংলাদেশের বৃহত্তম হাওর, অবস্থান: মৌলভীবাজার ও সিলেট।
-
হাওরে প্রায় ২৩৮টি বিল।
-
প্রধান জলরাশি: জুরী ও পানাই নদী।
উল্লেখযোগ্য:
-
টাঙ্গুয়ার হাওর: সুনামগঞ্জ জেলায় অবস্থিত।

0
Updated: 1 week ago
বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
Created: 1 week ago
A
টাঙ্গানিকা
B
বৈকাল
C
সুপিরিয়র
D
কাস্পিয়ান
বৈকাল হ্রদ (Lake Baikal):
-
অবস্থান: রাশিয়া; বিশ্বের সবচেয়ে গভীরতম ও প্রাচীনতম হ্রদ।
-
বয়স: আড়াই কোটি বছরের বেশি; গভীরতা: ৫,৩৮৭ ফুট।
-
বৈশিষ্ট্য: ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য, অহিমায়িত স্বাদু পানির ২০% ধারণ।

0
Updated: 1 week ago