নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক নয়?
A
ভূ-প্রকৃতি
B
অক্ষাংশ
C
বায়ুপ্রবাহ
D
দ্রাঘিমাংশ
উত্তরের বিবরণ
আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন প্রাকৃতিক ও ভৌগোলিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়, তবে এই নিয়ামকগুলো সমানভাবে সকল স্থানে কাজ করে না। নিচে আবহাওয়া ও জলবায়ুর প্রধান নিয়ামকসমূহ তুলে ধরা হলো:
-
অক্ষাংশ: পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে সূর্যের তাপমাত্রার পার্থক্যের কারণে আবহাওয়া এবং জলবায়ু ভিন্ন হয়।
-
উচ্চতা: উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়।
-
সমুদ্র থেকে দূরত্ব: সমুদ্রের নিকটে অবস্থান করলে তাপমাত্রার পার্থক্য কম থাকে, আর অভ্যন্তরীণ স্থানে তা বেশি থাকে।
-
স্থলভাগ ও জলভাগের অবস্থান: ভূমি ও জলাভাগের অনুপাত আবহাওয়া ও আর্দ্রতায় প্রভাব ফেলে।
-
সমুদ্রস্রোত: উষ্ণ ও শীতল স্রোত তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আনে।
-
ভূমির ঢাল: ঢালান এলাকার জলবায়ু এবং বৃষ্টিপাতের পরিমাণে প্রভাব ফেলে।
-
ভূ-প্রকৃতি: পর্বত, সমতল বা উপত্যকার উপস্থিতি আবহাওয়ার বৈচিত্র্য সৃষ্টি করে।
-
বায়ুপ্রবাহ: স্থল ও সমুদ্রের বায়ুপ্রবাহ তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আনে।
-
বায়ুর চাপ: উচ্চ ও নিম্নচাপের অঞ্চল আবহাওয়ার ধরন এবং মৌসুমী পরিবর্তন নির্ধারণ করে।
-
বনভূমির অবস্থান: বনভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
0
Updated: 1 month ago
কোনটি জলবায়ুর উপাদান নয়?
Created: 1 month ago
A
উষ্ণতা
B
আর্দ্রতা
C
সমুদ্রস্রোত
D
বায়ুপ্রবাহ
জলবায়ু
-
কোনো স্থানের বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বাতাসের প্রবাহের যে দৈনন্দিন অবস্থা দেখা যায়, তাকে আবহাওয়া বলে।
-
কিন্তু দীর্ঘ সময় ধরে (প্রায় ৩০ থেকে ৪০ বছর) কোনো অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থাকেই জলবায়ু বলা হয়।
-
অর্থাৎ জলবায়ু হলো কোনো অঞ্চলের দীর্ঘদিনের বায়ুমণ্ডলের নিম্নস্তর বা ট্রপোমণ্ডলের সার্বিক চিত্র।
আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান
-
বায়ুর তাপমাত্রা বা উষ্ণতা
-
বায়ুর চাপ
-
বায়ুর আর্দ্রতা
-
বৃষ্টিপাত
মনে রাখতে হবে, সমুদ্রস্রোত জলবায়ুর সরাসরি উপাদান নয়, এটি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago
'Climatology' শব্দটি সর্ব প্রথম কে ব্যবহার করেন?
Created: 2 weeks ago
A
ইরাটেসথিনিস
B
কার্ল-রিটার
C
ইমানুয়েল কান্ট
D
আলেকজান্ডার ভন হামবোল্ড
‘Climatology’ (জলবায়ুবিদ্যা) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আলেকজান্ডার ভন হামবোল্ড (Alexander von Humboldt)। তিনি ছিলেন একজন জার্মান প্রকৃতিবিজ্ঞানী, ভূগোলবিদ ও অভিযাত্রী, যিনি আধুনিক ভূগোল ও পরিবেশবিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
অবদান: হামবোল্ড পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা, উদ্ভিদবিন্যাস ও ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেন।
-
গুরুত্ব: তিনি প্রথম বিজ্ঞানীদের মধ্যে একজন, যিনি জলবায়ুকে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রভাবের ভিত্তিতে বিশ্লেষণ করেন, যা পরবর্তীতে আধুনিক জলবায়ুবিদ্যার ভিত্তি তৈরি করে।
-
উপাধি: আলেকজান্ডার ভন হামবোল্ডকে প্রায়ই “আধুনিক ভূগোলের জনক” (Father of Modern Geography) বলা হয়।
0
Updated: 2 weeks ago
নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর উপাদান নয়?
Created: 2 months ago
A
বায়ুর চাপ
B
পানিচক্র ও বৃষ্টিপাত
C
বায়ুর তাপ
D
বনভূমির অবস্থান
আবহাওয়া ও জলবায়ুর উপাদান
-
বায়ুর তাপ
-
বায়ুর চাপ
-
বায়ু প্রবাহ
-
বায়ুর আর্দ্রতা
-
পানিচক্র ও বৃষ্টিপাত
আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক
-
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
-
সমুদ্রস্রোত
-
বায়ু প্রবাহ
-
সমুদ্র থেকে দূরত্ব
-
বনভূমির অবস্থান
-
ভূমির বন্ধুরতা / ঢাল / পর্বতের অবস্থান (বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে)
-
মৃত্তিকার গঠন
-
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা (উচ্চতার সাথে তাপ ও চাপের পরিবর্তন)
0
Updated: 2 months ago