নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক নয়?
A
ভূ-প্রকৃতি
B
অক্ষাংশ
C
বায়ুপ্রবাহ
D
দ্রাঘিমাংশ
উত্তরের বিবরণ
আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন প্রাকৃতিক ও ভৌগোলিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়, তবে এই নিয়ামকগুলো সমানভাবে সকল স্থানে কাজ করে না। নিচে আবহাওয়া ও জলবায়ুর প্রধান নিয়ামকসমূহ তুলে ধরা হলো:
-
অক্ষাংশ: পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে সূর্যের তাপমাত্রার পার্থক্যের কারণে আবহাওয়া এবং জলবায়ু ভিন্ন হয়।
-
উচ্চতা: উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়।
-
সমুদ্র থেকে দূরত্ব: সমুদ্রের নিকটে অবস্থান করলে তাপমাত্রার পার্থক্য কম থাকে, আর অভ্যন্তরীণ স্থানে তা বেশি থাকে।
-
স্থলভাগ ও জলভাগের অবস্থান: ভূমি ও জলাভাগের অনুপাত আবহাওয়া ও আর্দ্রতায় প্রভাব ফেলে।
-
সমুদ্রস্রোত: উষ্ণ ও শীতল স্রোত তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আনে।
-
ভূমির ঢাল: ঢালান এলাকার জলবায়ু এবং বৃষ্টিপাতের পরিমাণে প্রভাব ফেলে।
-
ভূ-প্রকৃতি: পর্বত, সমতল বা উপত্যকার উপস্থিতি আবহাওয়ার বৈচিত্র্য সৃষ্টি করে।
-
বায়ুপ্রবাহ: স্থল ও সমুদ্রের বায়ুপ্রবাহ তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আনে।
-
বায়ুর চাপ: উচ্চ ও নিম্নচাপের অঞ্চল আবহাওয়ার ধরন এবং মৌসুমী পরিবর্তন নির্ধারণ করে।
-
বনভূমির অবস্থান: বনভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

0
Updated: 11 hours ago
অয়ন
বায়ুর অপর নাম কী?
Created: 4 weeks ago
A
মেরু
বায়ু
B
পশ্চিমা
বায়ু
C
বানিজ্য
বায়ু
D
মৌসুমী
বায়ু
• অয়ন বায়ু:
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
- ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে।
- প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এ বায়ুপ্রবাহের দিক অনুসরণে যাতায়াত করত বলে এগুলোকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে।
- উত্তর গোলার্ধে এটি উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত।
উল্লেখ্য,
- নিয়ত বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়।
- এই বায়ু তিন প্রকারের। যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর উপাদান নয়?
Created: 4 weeks ago
A
বায়ুর চাপ
B
পানিচক্র ও বৃষ্টিপাত
C
বায়ুর তাপ
D
বনভূমির অবস্থান
আবহাওয়া ও জলবায়ুর উপাদান
-
বায়ুর তাপ
-
বায়ুর চাপ
-
বায়ু প্রবাহ
-
বায়ুর আর্দ্রতা
-
পানিচক্র ও বৃষ্টিপাত
আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক
-
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
-
সমুদ্রস্রোত
-
বায়ু প্রবাহ
-
সমুদ্র থেকে দূরত্ব
-
বনভূমির অবস্থান
-
ভূমির বন্ধুরতা / ঢাল / পর্বতের অবস্থান (বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে)
-
মৃত্তিকার গঠন
-
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা (উচ্চতার সাথে তাপ ও চাপের পরিবর্তন)

0
Updated: 4 weeks ago
বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
Created: 1 week ago
A
ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
B
ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
C
উপক্রান্তীয় জলবায়ু
D
আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
বাংলাদেশের জলবায়ু
বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিদ্যমান। মৌসুম পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকও পরিবর্তিত হয়, যাকে মৌসুমী বায়ু বলা হয়।
🔹 গ্রীষ্মকালে
-
প্রচণ্ড তাপের কারণে উত্তর গোলার্ধে নিম্নচাপ সৃষ্টি হয়।
-
এ সময় দক্ষিণ গোলার্ধে তুলনামূলকভাবে কম তাপ থাকায় উচ্চচাপ বিদ্যমান থাকে।
-
ফলে দক্ষিণের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু উত্তর গোলার্ধের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
-
এই বায়ু সমুদ্রের ওপর দিয়ে আসায় এতে প্রচুর জলীয়বাষ্প থাকে।
-
বাংলাদেশের দিকে এটি দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসে, তাই একে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়।
-
এই বায়ুর কারণেই বাংলাদেশে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়।
🔹 শীতকালে
-
শীতকালে অবস্থা একেবারে উল্টো হয়।
-
তখন উত্তর গোলার্ধে উচ্চচাপ এবং দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ সৃষ্টি হয়।
-
ফলে উত্তর দিক থেকে বায়ু দক্ষিণের দিকে প্রবাহিত হয়।
-
এই বায়ু সাধারণত স্থলভাগের ওপর দিয়ে আসে বলে এতে জলীয়বাষ্প খুবই কম থাকে।
-
বাংলাদেশের দিকে এটি উত্তর-পূর্ব দিক থেকে আসে, তাই একে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বলা হয়।
-
ফলে শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত খুব সামান্য ঘটে।
অর্থাৎ, ঋতুর পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক ও বায়ুচাপের পার্থক্যের কারণে বাংলাদেশের জলবায়ুতে বৈচিত্র্য দেখা যায়।
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago