ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের মধ্যকার সীমারেখা?
A
সুইডেন ও নরওয়ে
B
চীন ও ভারত
C
ফিনল্যান্ড ও রাশিয়া
D
উত্তরের বিবরণ
গুরুত্বপূর্ণ সীমারেখাসমূহ:
-
ফিনল্যান্ড–রাশিয়া: ম্যানারহেইম লাইন।
-
ভারত–পাকিস্তান: লাইন অফ কন্ট্রোল।
-
ভারত–বাংলাদেশ: র্যাডক্লিফ লাইন।
-
ভারত–চীন: লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)।
-
উত্তর কোরিয়া–দক্ষিণ কোরিয়া: ৩৮তম প্যারালাল লাইন।
-
পাকিস্তান–আফগানিস্তান: ডুরান্ড লাইন।
-
উত্তর ভিয়েতনাম–দক্ষিণ ভিয়েতনাম: ম্যাকনামারা লাইন।
-
জার্মানি–ফ্রান্স: সিগফ্রিড লাইন।
-
জার্মানি–পোল্যান্ড: হিনডেনবার্গ লাইন।

0
Updated: 6 hours ago
বাংলাদেশের মাঝ বরাবর কোন রেখা অতিক্রম করেছে?
Created: 3 weeks ago
A
নিরক্ষরেখা
B
মূল মধ্যরেখা
C
মকরক্রান্তি রেখা
D
কর্কটক্রান্তি রেখা
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
-
বাংলাদেশ এশিয়ার দক্ষিণ-পূর্ব অংশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত।
-
দেশের বিস্তৃতি হলো ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত।
-
বাংলাদেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা (২৩°৫') অতিক্রম করেছে, যা দেশকে ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত করেছে।
-
বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত, এবং দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর অবস্থিত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, লাইভ এমসিকিউ লেকচার।

0
Updated: 3 weeks ago
কর্কটক্রান্তি রেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমারেখা কোন জেলায় পরস্পরকে ছেদ করেছে?
Created: 3 weeks ago
A
কক্সবাজার
B
ঝিনাইদহ
C
ফরিদপুর
D
রাঙামাটি
কর্কটক্রান্তি রেখা:
-
সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
-
বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
-
কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হলো: চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
-
এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
-
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কর্কটক্রান্তি রেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমারেখা পরস্পরকে ছেদ করেছে।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
Created: 6 hours ago
A
নিরক্ষরেখা
B
কর্কটক্রান্তি রেখা
C
মূল মধ্যরেখা
D
মকরক্রান্তি রেখা
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
-
বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
-
অক্ষাংশ: প্রায় ২০°৩৪′ উত্তর থেকে ২৬°৩৮′ উত্তর পর্যন্ত।
-
দ্রাঘিমাংশ: ৮৮°০১′ পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব পর্যন্ত।
-
কর্কটক্রান্তি রেখা দেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে, ফলে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
স্বাধীনতার বছর: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ।
-
সীমান্ত:
-
পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ।
-
উত্তরে: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয়।
-
পূর্বে: আসাম, ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার।
-
দক্ষিণে: বিস্তৃত বঙ্গোপসাগর।
-
-
ভূ-রাজনৈতিক গুরুত্ব: দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
Updated: 6 hours ago