বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত?
A
আটলান্টিক মহাসাগরে
B
আরব সাগরে
C
ভারত মহাসাগরে
D
প্রশান্ত মহাসাগরে
উত্তরের বিবরণ
বারমুডা ট্রায়াঙ্গেল:
-
আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল।
-
ত্রিভুজের তিন প্রান্ত: বারমুডা দ্বীপ, মায়ামি বিচ এবং পুয়ের্তো রিকোর সান জুয়ান।
-
১৯৪৫ সালের ৫ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে পাঁচটি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
-
সেই ঘটনা থেকেই "বারমুডা ট্রায়াঙ্গল রহস্য" কথাটির প্রচলন শুরু।
-
পরবর্তীতে আরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ এখানে নিখোঁজ হয়েছে।

0
Updated: 6 hours ago
পৃথিবীর জলভাগের প্রশান্ত মহাসাগর কত অংশ জুড়ে রয়েছে?
Created: 1 day ago
A
৪৬%
B
৫০%
C
৬০%
D
৩০%
প্রশান্ত মহাসাগর (Pacific Ocean):
-
এশিয়া মহাদেশকে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে প্রশান্ত মহাসাগর।
-
এর পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত।
-
এটি উত্তরে আর্কটিক থেকে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত।
-
বিষুবরেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিভক্ত করেছে।
-
প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর।
-
এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় ৪৬% এলাকা জুড়ে বিস্তৃত।
-
প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম সমুদ্রখাত।
পৃথিবীর ৫টি মহাসাগর:
১) প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)
২) আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean)
৩) ভারত মহাসাগর (Indian Ocean)
৪) দক্ষিণ মহাসাগর (Southern Ocean)
৫) উত্তর মহাসাগর (Arctic Ocean)

0
Updated: 1 day ago