In which Shakespearean play does the character "Claudio" appear?
A
Measure for Measure
B
Macbeth
C
Othello
D
Hamlet
উত্তরের বিবরণ
Claudio চরিত্রটি উপস্থিত আছে Measure for Measure নাটকে, যা William Shakespeare রচিত একটি ৫-act বিশিষ্ট Dark Comedy। এটি প্রায় ১৬০৩-০৪ সালে লেখা হয় এবং ১৬২৩ সালের প্রথম ফলিওতে প্রকাশিত হয়।
-
সারসংক্ষেপ:
-
Duke of Vienna অস্থায়ীভাবে ক্ষমতা Angelo-কে দেন
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে গর্ভবতী করেছে
-
Claudio-এর বোন Isabella, একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo-এর কাছে অনুরোধ করে
-
Angelo কুপ্রস্তাব দেয়—Claudio মুক্ত করতে হলে Isabella-কে তার সতীত্ব ত্যাগ করতে হবে, যা Isabella অগ্রাহ্য করে
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন
-
শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয় এবং Angelo-এর অন্যায় উদঘাটিত হয়
-
Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন, নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়
-
-
Characters:
-
Isabella, Vincentio, Claudio, Lord Angelo, Juliet, Mistress Overdone, ইত্যাদি
-
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
English poet, dramatist, এবং actor
-
প্রায়শই English National Poet বলা হয় এবং বিশ্বের সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত
-
রচনা করেছেন ৩৭টি নাটক
-
-
Notable Works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet, ইত্যাদি
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
-
0
Updated: 1 month ago
The Death of a Salesman is written by -
Created: 2 months ago
A
American writer
B
Irish writer
C
British writer
D
French writer
সঠিক উত্তর: ক) Arthur Miller
বিস্তারিত ব্যাখ্যা:
The Death of a Salesman:
-
রচনা করেছেন Arthur Miller।
-
এটি একটি two-act play।
-
মূল চরিত্র: Willy Loman, যিনি একজন ব্যর্থ বাবা ও স্বামী।
-
Willy Loman-এর সন্তানরা—Happy এবং Biff—ও জীবনে সফল নয়।
Arthur Miller:
-
একজন American playwright।
-
সবচেয়ে পরিচিত কাজ: Death of a Salesman।
-
তার নাটকগুলো সাধারণত সাধারণ মানুষের জীবন ও সামাজিক সমস্যার ওপর কেন্দ্রিত।
0
Updated: 2 months ago
Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
Created: 2 months ago
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
• "Fools rush in where angels fear to tread" উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত "An Essay on Criticism" কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্তির মাধ্যমে Pope বোঝাতে চেয়েছেন যে মূর্খরা অবিবেচনাপূর্ণভাবে এমন কাজ বা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা ফেলে বা একেবারেই পা রাখেন না। এটি একটি গভীর প্রবাদ হয়ে উঠেছে যা আজও নানা প্রসঙ্গে ব্যবহৃত হয়।
• বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- "An Essay on Criticism'" হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এ লেখকদের ধারাও বিদ্যমান।
• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
• Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, etc.
• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.
0
Updated: 2 months ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 2 months ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।
0
Updated: 2 months ago