"Easter, 1916" is a poem written by -
A
Thomas Gray
B
T. S. Eliot
C
W. B. Yeats
D
Dylan Thomas
উত্তরের বিবরণ
“Easter, 1916” কবিটি রচনা করেছেন W. B. Yeats। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয় এবং পরে Michael Robartes and the Dancer (১৯২১) গ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইরিশদের Easter Rising-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা।
-
সারসংক্ষেপ:
-
কবিতায় আয়ারল্যান্ডের ব্রিটিশবিরোধী ইস্টার বিদ্রোহে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে
-
নায়কত্ব, আত্মত্যাগ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে তাদের সংঘাতের প্রতিফলন প্রকাশিত হয়েছে
-
Yeats বিদ্রোহীদের চরমপন্থা নিয়ে সংশয় প্রকাশ করলেও তাদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানান
-
শেষমেষ তিনি তাদের আত্মবলিদানকে “A terrible beauty is born” হিসেবে স্মরণ করেন
-
-
William Butler Yeats:
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত
-
কবি ও নাট্যকার হিসাবে তার সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়
-
-
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
-
-
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
-
-
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
-
0
Updated: 1 month ago
The "splendour in the grass, the glory in the flower" are presented as:
Created: 3 weeks ago
A
Permanent natural beauties that never fade
B
Reminders of the lost visionary gleam, no longer fully perceived by the adult speaker
C
Scientific phenomena to be studied and understood
D
Solely sources of aesthetic pleasure, devoid of deeper meaning
এই প্রসিদ্ধ লাইন কবিতার এক সংবেদনশীল মুহূর্তে এসেছে। বক্তা স্বীকার করেন যে, প্রকৃতির সৌন্দর্য এখনও বিদ্যমান—যেমন “splendour” এবং “glory”—কিন্তু তিনি আর শৈশবের মতো গভীর, আধ্যাত্মিক এবং প্রায় অতিপ্রাকৃত স্পষ্টতায় তা অনুভব করতে পারছেন না। “Visionary gleam” হারিয়ে গেছে।
-
“Splendour in the grass” এই অভিজ্ঞতাটিকে স্মরণ করায়, যা শৈশবে ঈশ্বরীয় আলোতে দেখা যেত, কিন্তু এখন প্রাপ্তবয়স্ক হিসেবে মানসিকভাবে স্বল্পতর, তবে এখনও গভীরভাবে উপলব্ধ।
-
এখানে মূল বিষয় হলো তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বস্তু বা প্রকৃতির সৌন্দর্য হারানোর নয়।
-
শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানোর সঙ্গে সাথে প্রকৃতির সৌন্দর্যকে নেওয়ার তার অনুভূতি ও উপলব্ধি পরিবর্তিত হয়েছে।
-
এটি শিশুর স্বর্গীয় দৃষ্টির সাথে প্রাপ্তবয়স্ক দৃষ্টির তুলনা এবং সেই পরিবর্তনের কারণে জন্ম নেওয়া bittersweet অনুভূতির প্রতিফলন।
-
কবিতায় এই লাইনটি পাঠককে দেখায় যে, সৌন্দর্য এখনও বিদ্যমান থাকলেও তার স্বীকৃতি এবং অভিজ্ঞতা ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার সঙ্গে সম্পর্কিত।
0
Updated: 3 weeks ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Acquitance
B
Dispassionate
C
Collaborate
D
Brilliant
• The misspelled word is — ক) Acquitance
-
The correct spelling is Acquittance.
• Acquittance (Noun)
-
English meaning: A document evidencing a discharge from an obligation, especially a receipt in full
-
Bangla meaning: ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়; পূর্ণ প্রাপ্তি রশিদ
• Other options:
-
খ) Dispassionate (Adjective) — আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্ত
-
গ) Collaborate (Verb) — সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)
-
ঘ) Brilliant (Adjective) — অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
What does "buttress" mean when used as a verb?
Created: 1 month ago
A
To ignore or neglect something
B
To completely remove something
C
To weaken or undermine something
D
To give support to or strengthen something
Buttress একটি transitive verb, যা বোঝায় কোনো কিছুকে সমর্থন বা শক্তিশালী করা। এটি মূলত কোনো কাঠামো বা ধারণাকে দৃঢ় করা বা স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Buttress (verb-transitive)
English Meaning: To give support to or strengthen something
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন বা বলবৃদ্ধি করা -
Correct Answer: To give support to or strengthen something
-
Synonyms: Strengthen (শক্তিশালী করা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/দুর্ভেদ্য করা), Support (সমর্থন করা)
-
Antonyms: Undercut (অপরিবর্তিত করা), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা), Hinder (বাঁধা দেওয়া), Neglect (অবহেলা করা)
-
Other Forms:
-
Buttress (noun): দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি
-
-
Example Sentence:
-
The results of the experiment have buttressed the theory.
-
-
Source:
0
Updated: 1 month ago