Who of the following is associated with the "Metaphysical Poetry"?
A
Alexander Pope
B
John Donne
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
John Donne সাধারণভাবে Metaphysical Poetry-এর প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত। তিনি Renaissance যুগের Jacobean Period-এর একজন কবি এবং আধ্যাত্মিক কবিতার সূচনাকারী, তাই তাকে Father of Metaphysical Poetry বলা হয়। তার কবিতায় প্রায়শই গভীর দার্শনিক, আধ্যাত্মিক এবং অস্তিত্ববাদী বিষয় উঠে আসে। এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও John Donne-এর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
-
Notable Works:
-
A Valediction: Forbidding Mourning
-
Anniversaries
-
Batter My Heart
-
Death, Be Not Proud
-
Devotions upon Emergent Occasions
-
Holy Sonnets
-
Paradoxes and Problems
-
Pseudo-Martyr
-
Songs and Sonnets
-
The Canonization
-
The Good Morrow
-
The Sun Rising, ইত্যাদি
-
-
Other Options:
-
Edmund Spenser → Poets of Poets
-
Alexander Pope → Mock Heroic Poet
-
William Shakespeare → Bard of Avon
-
0
Updated: 1 month ago
Which of the following best defines "Irony" in literature?
Created: 1 month ago
A
An expression or statement where the real meaning is concealed or contradicted
B
Compressed form of simile
C
Negative statement in order to emphasize a positive meaning
D
Character suddenly understands their mistake
Irony হলো এমন একটি প্রকাশ বা বক্তব্য যেখানে প্রকৃত অর্থ আড়ালে থাকে বা উল্টোভাবে প্রকাশ করা হয়। এটি প্রায়শই বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রকাশিত অর্থের বিপরীত অর্থই বোঝানো হয়।
Irony
-
এটি এমন একটি statement, situation বা action, যার আংশিক বা পুরো অর্থ সরাসরি বোঝানো কথার বিপরীত।
-
অনেক সময় প্রশংসার আড়ালে নিন্দা বা নিন্দার আড়ালে প্রশংসা প্রকাশ করা হয়।
-
সহজভাবে বললে, এটি এমন বক্তব্য যা যা বলা হচ্ছে তার বিপরীত অর্থ বোঝায়।
উদাহরণ
-
Jane Austen-এর Pride and Prejudice নাটকের প্রথম বাক্য:
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.” -
Samuel Coleridge-এর Rime of the Ancient Mariner-এও দেখা যায়: নাবিক তৃষ্ণার্ত হয়ে মারা যাচ্ছে অথচ চারপাশে পানি।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Litotes: কোনো ইতিবাচক অর্থকে জোরদার করতে নেতিবাচক রূপে প্রকাশ।
-
Metaphor: সংক্ষিপ্ত রূপে তুলনা প্রকাশ করা, simile-এর বিকল্প।
-
Epiphany: চরিত্র হঠাৎ করে নিজের ভুল বুঝে ফেলা।
0
Updated: 1 month ago
Functus officio means -
Created: 1 month ago
A
Acting beyond one’s authority
B
Acting in secret
C
High Official
D
No longer holding official authority
“Functus officio” শব্দগুচ্ছের অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: no longer holding office or having official authority
-
Bangla Meaning: দায়িত্বে নেই / দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত
Example Sentence:
Once a court has passed a valid sentence after a lawful hearing, it is functus officio and cannot reopen the case.
Bangla Meaning: আদালত আইনানুগ শুনানির পর রায় দিয়ে দিলে তার দায়িত্ব এখানেই শেষ এবং এই মামলা আর খুলতে পারবে না।
Source:
0
Updated: 1 month ago
"All changed, changed utterly: A terrible beauty is born." - Who quoted it?
Created: 1 month ago
A
John Keats
B
T.S. Eliot
C
W.B. Yeats
D
Robert Browning
উক্তি: **"All changed, changed utterly: A terrible beauty is born."**
**Source:** W\.B. Yeats-এর কবিতা **"Easter, 1916"**
**Easter 1916 সম্পর্কে:**
* ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান (Easter Rising) সংঘটিত হয়।
* Yeats এই কবিতায় সেই আন্দোলন এবং শহীদ নেতাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন।
* কবিতার লাইনটি পরিবর্তন ও ত্যাগের ব্যথা এবং নতুন আশা বা “ভয়ঙ্কর সৌন্দর্য” জন্ম নেওয়ার প্রতীক।
**William Butler Yeats:**
* Irish কবি ও নাট্যকার; Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
* ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
* Abbey Theatre প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
**Major Poems:**
* The Wild Swans at Coole
* The Tower
* The Winding Stair and Other Poems
* The Second Coming
* Sailing to Byzantium
* The Lake Isle of Innisfree
* Among School Children
* A Prayer for My Daughter
* When You Are Old
* Easter 1916
* September 1919
* The Wanderings of Oisin
* Leda and The Swan
**Notable Plays:**
* The Resurrection
* The Only Jealousy of Emer
* The Dreaming of the Bones
* Four Plays for Dancers
* Calvary
* Cathleen ni Houlihan
* The Countess Cathleen
**Prose:**
* A Vision
* Celtic Twilight (essay)
0
Updated: 1 month ago