Who is the author of "Paradise Lost"?
A
Alexander Pope
B
Edmund Spenser
C
William Blake
D
John Milton
উত্তরের বিবরণ
Paradise Lost এর রচয়িতা হলো John Milton। এটি Neo-classical period-এর একজন প্রধান সাহিত্যিকের লেখা একটি epic poem, যা মূলত খ্রিষ্টীয় ধর্মীয় বিশ্বাসের আলোকে আদি মানব আদম ও ইভের স্বর্গ থেকে পতনের কাহিনী উপস্থাপন করে। Milton এর লক্ষ্য ছিল “to justify the ways of God to men”। কবিতাটি Blank verse-এ লেখা হয়েছে এবং ১৬৬৭ সালে প্রকাশিত হয়। বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
-
Characters:
-
Adam, Eve, Satan, Beelzebub, Raphael, Michael, Mamoon, Belial, Gabriel, ইত্যাদি
-
-
সারসংক্ষেপ:
-
শয়তান খোদার বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি স্বরূপ স্বর্গ থেকে বহিষ্কৃত হয়
-
সে মানবজাতিকে খোদাদ্রোহে প্ররোচনা দেয়
-
ইডেন গার্ডেনে ইভ এবং আদম নিষিদ্ধ ফল ভক্ষণ করে
-
ফল ভক্ষণের পর তারা অপরাধ বুঝতে পারে এবং স্বর্গ থেকে বহিষ্কৃত হয়
-
-
Notable Quotations:
-
“Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe.”
-
“Better to reign in Hell than serve in Heaven.”
-
“Death is the golden key that opens the place of eternity.”
-
“Solitude sometimes is the best society.”
-
“Awake, arise, or be forever fallen.”
-
-
John Milton (1608–1674):
-
জন্ম: London, England, 1608
-
একজন English poet, pamphleteer এবং historian
-
Shakespeare-এর পর অন্যতম গুরুত্বপূর্ণ English author
-
“Epic Poet” এবং Blank Verse-এর great master হিসেবে পরিচিত
-
রাজনৈতিক প্রবন্ধও লিখেছেন
-
-
Some Notable Works:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-
Comus (Masque)
-
On Shakespeare
-
Samson Agonistes
-
L'Allegro, Il Penseroso, Areopagitica
-
0
Updated: 1 month ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago
I know what your problem is. [Simple]
Created: 1 month ago
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:
0
Updated: 1 month ago
Why is Lydia’s elopement with Wickham dangerous for the Bennet family?
Created: 1 month ago
A
It ruins their wealth
B
It destroys their reputation
C
It angers Lady Catherine
D
It separates Jane and Bingley
১৮শ শতকের ইংল্যান্ডে মেয়ের পালিয়ে যাওয়া পুরো পরিবারের মান নষ্ট করত। Lydia যখন Wickham-এর সঙ্গে পালিয়ে যায়, Bennet পরিবারের সামাজিক সম্মান নষ্ট হয়। এতে Jane ও Elizabeth-এর বিয়ের সম্ভাবনাও হুমকির মুখে পড়ে। Darcy গোপনে Wickham-কে টাকা দিয়ে বিয়ে করতে বাধ্য করে, যাতে পরিবার বাঁচে। Austen দেখাতে চান—একজনের ভুল পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে।
0
Updated: 1 month ago