’হিজরি সন’ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে?
A
৬২০ খ্রিস্টাব্দে
B
৬২২ খ্রিস্টাব্দে
C
৬২৮ খ্রিস্টাব্দে
D
৬২৫ খ্রিস্টাব্দে
উত্তরের বিবরণ
হিজরি বর্ষপঞ্জি:
- ৬৩৮ খ্রীস্টাব্দে- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন হয়।
- ৬২২ খ্রীস্টাব্দে থেকে হিজরি সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা ।
- মোট মাস ১২ টি।
- মুহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জ্বিলকদ এবং জ্বিলহজ্জ ।
উৎস:
0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।
0
Updated: 1 month ago
কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৭৮৬ সালে
B
১৭৮৭ সালে
C
১৭৮৮ সালে
D
১৭৮৯ সালে
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। এর মূল স্লোগান ছিল ‘স্বাধীনতা, সাম্য, মৈত্রী’।
প্রধান তথ্য:
-
শুরু: ১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে
-
স্থায়ীত্ব: প্রায় ১০ বছর
-
মূল ঘটনার স্থান: প্যারিস, যেখানে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে
-
ফ্রান্সের রাজা: ষোড়শ লুই
-
ফরাসি বিপ্লবের শিশু বা উজ্জীবক ব্যক্তি: নেপোলিয়ন বোনাপার্ট
-
বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন দার্শনিকরা: রুশো ও ভলতেয়ার
উৎস:
0
Updated: 1 month ago
COP-30 কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 3 weeks ago
A
ভারত
B
চীন
C
ব্রাজিল
D
কানাডা
COP সম্মেলন হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের রূপরেখা সম্মেলন, যার পূর্ণরূপ Conferences of the Parties (COP)।
COP সম্মেলন:
-
জলবায়ু সংক্রান্ত এই সম্মেলন ১৯৯৪ সালে কার্যকর হয়।
-
প্রথম COP-১ অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে, জার্মানির বার্লিন শহরে।
-
UNFCCC ভুক্ত সদস্য দেশসমূহ এই সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-২৯ সম্মেলনের সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ।
-
COP-৩০ ২০২৫ সালে ব্রাজিল-এ অনুষ্ঠিত হবে।
0
Updated: 3 weeks ago