’কলোসিয়াম' নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল?
A
রোম, ইতালি
B
লিমা, পেরু
C
প্যারিস, ফ্রান্স
D
বন, জার্মানি
উত্তরের বিবরণ
কলোসিয়াম হলো রোমের একটি বিশাল অ্যাম্ফিথিয়েটার, যা রোমান সাম্রাজ্যের ফ্লাভিয়ান বংশের শাসনামলে নির্মিত হয়েছিল।
-
নির্মাণ শুরু: খ্রিষ্টাব্দ ৭০–৭২ সালের মধ্যে
-
অবস্থান: রোম, ইতালি; পালাটাইন পাহাড়ের পূর্বদিকে
-
প্রধান উদ্যোক্তা: সম্রাট ভেসপাসিয়ান (Vespasian)
-
সমাপ্তি করেন: সম্রাট টাইটাস (Titus)
-
পরবর্তী উন্নয়ন: সম্রাট ডোমিশিয়ান (Domitian)
-
রোমে ‘কলোসিয়াম’ নামে এটি পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা হিসেবে পরিচিত
-
দর্শক ধারণক্ষমতা: একসাথে ৫,৬০০ জন
-
রোমে ভাস্কর্যের নিদর্শন হিসেবে পাওয়া গেছে অনেক সম্রাট, কর্মকর্তা ও দেবতাদের মূর্তি
উৎস:
0
Updated: 1 month ago
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
সুদান
B
মিশর
C
জর্ডান
D
লিবিয়া
সুয়েজ খাল সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
সিনাই উপদ্বীপ, মিশর
-
-
খনন ও উদ্বোধন:
-
খনন কাজ শুরু: ১৮৫৯
-
আনুষ্ঠানিকভাবে খোলা: ১৮৬৯
-
-
দৈর্ঘ্য:
-
১৯৩ কিমি
-
-
জাতীয়করণ:
-
মিশর কর্তৃক ১৯৫৬ সালে জাতীয়করণ
-
-
সংশ্লেষণ ও পৃথককরণ:
-
সংযুক্ত করেছে: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
-
পৃথক করেছে: এশিয়া ও আফ্রিকা মহাদেশ
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট
0
Updated: 2 months ago
NAM-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
বেলগ্রেড, যুগোস্লাভিয়া
B
কায়রো, মিসর
C
বান্দুং, ইন্দোনেশিয়া
D
দিল্লি, ভারত
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM – Non-Aligned Movement)
-
পূর্ণরূপ: Non-Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন)
-
উদ্দেশ্য: শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কোনো পক্ষে না থেকে নিরপেক্ষ নীতি গ্রহণকারী দেশগুলোর প্ল্যাটফর্ম
উৎপত্তি:
-
১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ – প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন, বান্দুং, ইন্দোনেশিয়া (Bandung Conference)
-
অংশগ্রহণকারী দেশ: ২৯টি (প্রধানত এশীয়, কিছু আফ্রিকান দেশ তখনও উপনিবেশ)
প্রথম শীর্ষ সম্মেলন:
-
তারিখ: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া
-
অংশগ্রহণকারী দেশ: ২৫টি
বর্তমান অবস্থা (আগস্ট, ২০২৫):
-
সদস্য দেশ: ১২১টি
-
পর্যবেক্ষক দেশ: ১৮টি
-
পর্যবেক্ষক সংগঠন: ১০টি
সাম্প্রতিক শীর্ষ সম্মেলন:
-
১৯তম NAM শীর্ষ সম্মেলন: ২০২৪
-
স্থান: কামপালা, উগান্ডা
-
তারিখ: ১৫-২০ জানুয়ারি, ২০২৪
উল্লেখযোগ্য:
-
NAM-এর মূল লক্ষ্য: বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতা বজায় রাখা, স্বাধীন নীতি গ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
উৎস: NAM ওয়েবসাইট
সঠিক উত্তর (প্রথম শীর্ষ সম্মেলন):
ক) বেলগ্রেড, যুগোস্লাভিয়া
0
Updated: 2 months ago