’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর?
A
ইতালি
B
স্পেন
C
নেদারল্যান্ড
D
জার্মানি
উত্তরের বিবরণ
সালভাদোর ডালি ছিলেন একজন প্রখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রশিল্পী, যিনি অভিনব ও কল্পনাপ্রবণ চিত্রকর্মের জন্য সুপরিচিত।
-
জন্ম: ১১ মে ১৯০৪
-
স্থান: ফিগুয়েরেস, কাতালোনিয়া, স্পেন
-
তিনি একজন পরাবাস্তববাদী চিত্রকর হিসেবে খ্যাত
-
উল্লেখযোগ্য চিত্রকর্ম: The Persistence of Memory (১৯৩১)
-
মৃত্যু: ২৩ জানুয়ারি ১৯৮৯
উৎস:
0
Updated: 1 month ago
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
Created: 2 months ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica
0
Updated: 2 months ago
বর্তমানে জিডিপিতে শীর্ষ অর্থনীতির দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
জার্মানি
C
যুক্তরাজ্য
D
যুক্তরাষ্ট্র
জিডিপি:
- জিডিপি একটি দেশের অর্থনীতির ব্যাপকতা মূল্যায়নের জন্য একটি মূল মেট্রিক হিসাবে কাজ করে।
- একটি দেশের জিডিপি পরিমাপ করার ভোগ্যপণ্য, নতুন বিনিয়োগ, সরকারি ব্যয় এবং রপ্তানির নিট মূল্যের উপর মোট ব্যয়ের সমষ্টি দ্বারা মোট প্রাপ্ত করা হয়।
- এই নিবন্ধটির লক্ষ্য ২০২৫ সালে বিশ্বের দশটি বৃহত্তম অর্থনীতির অন্তর্দৃষ্টি প্রদান করা,
- জিডিপিতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- ভারত চতুর্থ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য ষষ্ঠ অর্থনীতির দেশ ।
0
Updated: 2 months ago
নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি-
Created: 2 months ago
A
সাহারা মরুভূমি
B
আরব মরুভূমি
C
কালাহারি মরুভূমি
D
গোবি মরুভূমি
সাহারা মরুভূমি
-
আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার।
-
পরিচিতি: বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি।
-
আকারের দিক থেকে: বিশ্বের ৩য় বৃহত্তম মরুভূমি
-
(১ম অ্যান্টার্কটিকা, ২য় আর্কটিক)।
-
-
অবস্থান: আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% এলাকা জুড়ে বিস্তৃত।
-
বিস্তৃত দেশসমূহ: ১১টি দেশ
-
আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
-
0
Updated: 2 months ago