বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
লাইব্রেরী অব কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার, যা গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠা: ২৪ এপ্রিল ১৮০০; প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের গবেষণা গ্রন্থাগার হিসেবে
-
অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ লাইব্রেরী:
-
দ্যা ব্রিটিশ লাইব্রেরি: লন্ডন, যুক্তরাজ্য
-
লাইব্রেরি অব কংগ্রেস: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
একাডেমি অব সায়েন্স: রাশিয়া
-
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর
উৎস:
0
Updated: 1 month ago
চে গুয়েভেরা কোন দেশে জন্মগ্রহন করেন?
Created: 1 month ago
A
আর্জেন্টিনা
B
কিউবা
C
মেক্সিকো
D
ভেনেজুয়েলা
চে গুয়েভারা (পূর্ণ নাম: আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা) ছিলেন দক্ষিণ আমেরিকার একজন প্রভাবশালী বিপ্লবী ও কমিউনিস্ট নেতা, যিনি কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক হিসেবে খ্যাতি লাভ করেন।
চে গুয়েভারা সম্পর্কিত তথ্য:
-
জন্ম: ১৪ জুন ১৯২৮, রোজারিও, আর্জেন্টিনা।
-
কিউবান বিপ্লবের একজন বিশিষ্ট কমিউনিস্ট ব্যক্তিত্ব।
-
দক্ষিণ আমেরিকার গেরিলা নেতা, যিনি বিপ্লবী কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন।
-
কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর তিনি কঙ্গো ও বলিভিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গেরিলা তৎপরতা চালান।
-
মৃত্যু: অক্টোবর ১৯৬৭, বলিভিয়া।
0
Updated: 1 month ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।
0
Updated: 1 month ago
’ফাতেহ’ কোন দেশের মিসাইল ক্ষেপনাস্ত্র?
Created: 1 month ago
A
উত্তর কোরিয়া
B
পাকিস্তান
C
ইরান
D
ইসরায়েল
বিভিন্ন দেশের সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে মিসাইল একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রতিটি দেশ তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে ভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করে।
-
রাশিয়া: S-400
-
ইসরাইল: জেরিকো, বরাক
-
ইরান: ফাতেহ, ফজর, কাওসার
-
উত্তর কোরিয়া: তাইপেডং, কে এন-০৬
-
ভারত: অগ্নি, ত্রিশুল, ব্রাহ্ম, পৃথ্বি
-
পাকিস্তান: ঘোরি, বাবর, শাহিন, গজনভি
অপরদিকে, যুক্তরাষ্ট্রের মিসাইল:
-
পেট্রিয়ট: আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী
-
টমাহক: সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য
-
ট্রাইডেন্ট: ব্যালাস্টিক মিসাইল
উৎস:
0
Updated: 1 month ago