'Tropic of Capricorn' রেখা কোনটি?

A

২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ

B

২৩°৩০′ উত্তর অক্ষাংশ

C

২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ

D

২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ

উত্তরের বিবরণ

img

অক্ষাংশ হলো ভূ-পৃষ্ঠের যে কোনো বিন্দুর নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্র বিন্দুতে গঠিত কোণ। এটি একটি কাল্পনিক রেখার মাধ্যমে নির্ণয় করা হয়, যাকে অক্ষরেখা বলা হয়। পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমভাবে ভাগ করা রেখাটি নিরক্ষরেখা বা বিষুবরেখা নামে পরিচিত এবং এটি পৃথিবীর সর্ববৃহৎ অক্ষাংশ রেখা। অক্ষাংশের বিভিন্ন প্রকার এবং অবস্থান নিম্নরূপ:

  • পৃথিবীতে মোট ১৮০টি অক্ষাংশ রেখা আছে।

  • নিরক্ষরেখা বা বিষুবরেখা (০°) পৃথিবীর সর্ববৃহৎ অক্ষাংশ রেখা।

  • নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ দিকে অক্ষাংশের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেয়ে দুই মেরুতে একেবারে শূন্যে পরিণত হয়।

  • ২৩°৩০′ উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) নামে পরিচিত।

  • ২৩°৩০′ দক্ষিণ অক্ষরেখা মকরক্রান্তি রেখা (Tropic of Capricorn) নামে পরিচিত।

  • ৬৬°৩০′ উত্তর অক্ষরেখা সুমেরু বৃত্ত নামে পরিচিত।

  • ৬৬°৩০′ দক্ষিণ অক্ষরেখা কুমেরু বৃত্ত নামে পরিচিত।

উল্লেখ্য, ২৩°৩০′ দক্ষিণ অক্ষরেখার কাছাকাছি মানের কারণে কিছু ক্ষেত্রে এটি উত্তর হিসেবে ধরা হতে পারে। 

Unfavorite

0

Updated: 11 hours ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD