Who wrote the play "Doctor Faustus"?
A
William Shakespeare
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Milton
উত্তরের বিবরণ
“Doctor Faustus” নাটকটির রচয়িতা হলো Christopher Marlowe। নাটকটির পুরো নাম The Tragicall History of D. Faustus এবং এটি ১৬০৪ সালে প্রকাশিত হয়। নাটকটি ৫-act বিশিষ্ট একটি ট্র্যাজেডি।
-
সারসংক্ষেপ:
-
Faustus, একজন বিজ্ঞানী, শয়তান Mephistopheles এর সঙ্গে চুক্তি করে
-
Faustus তার আত্মা শয়তানকে বিক্রি করে এবং ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করতে চায়
-
এই সময়ে সে বিভিন্ন অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, তবে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে
-
পরিত্রাণের সুযোগ আসলেও Faustus নিজেকে ত্যাগ করতে রাজি হয় না
-
নাটকের শেষে Faustus চিরকাল শাস্তি ভোগের জন্য নরককুণ্ডে টেনে নেওয়া হয়
-
-
Important Characters:
-
Doctor Faustus, Mephistopheles, Lucifer, The Good Angel, The Evil Angel, Wagner, The Old Man, ইত্যাদি
-
-
Some Quotes from Doctor Faustus:
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“The stars move still, time runs, the clock will strike.”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
-
Christopher Marlowe:
-
Elizabethan Period-এর কবি
-
পরিচিত 'The Father of English Tragedy' হিসেবে
-
একজন University Wit ছিলেন
-
-
Notable Works:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great (প্রথম নাটক)
-
Dido, Queen of Carthage
-

0
Updated: 11 hours ago
What literary device dominates the opening line of the novel?
Created: 2 weeks ago
A
Metaphor
B
Satire and Irony
C
Hyperbole
D
Personification
উপন্যাসের প্রথম লাইন—“It is a truth universally acknowledged…”—অত্যন্ত বিখ্যাত। এতে Austen বিদ্রূপ করে বলেন ধনী পুরুষরা স্ত্রী খুঁজছে। আসলে বাস্তবতা হলো পরিবারগুলো ধনী পুরুষদের খুঁজছে। এই উক্তি Austen-এর satire ও irony-এর শ্রেষ্ঠ উদাহরণ। এটি সমাজের ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
Sidney
believed that poetry is just for fun and has no teaching value.
Created: 3 months ago
A
False
B
True
C
None
D
No answer
Coming...

0
Updated: 3 months ago
'Pip' is the protagonist in Charles Dickens' novel-
Created: 1 week ago
A
A Christmas Carol
B
A Tale of Two Cities
C
Oliver Twist
D
Great Expectations
'Pip' is the protagonist in Charles Dickens' novel - Great Expectations.
• Great Expectations:
- 'Great Expectation' is a novel written by Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে - এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী।
সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।
- Pip এই উপন্যাসের প্রধান চরিত্র।
- তার ছোট থেকে বড় হওয়ার কাহিনী , এতিম অবস্থায় বেড়ে ওঠা এবং তার জীবনের নানা উত্থান পতন এই উপনস্যাসের মূল উপজীব্য বিষয়।
• প্রধান চরিত্রসমূহ:
- Pip,
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella,
- Miss Havisham ইত্যাদি।
• Famous quotations of great expectation:
- The success is not mine, the failure is not mine, but the two together make me.
• Charles Dickens (1812-1870) a British novelist, journalist, editor, illustrator and social commentator.
- তিনি Victorian period এর একজন বিখ্যাত লেখক ছিলেন।
- তার পুরো নাম Charles John Huffam Dickens.
• তার রচিত বিখ্যাত কিছু উপন্যাস হলো -
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend.
Source: Britannica and Enotes.com.

0
Updated: 1 week ago