What type of poem is "Lamia" by John Keats?
A
Ode
B
Narrative poem
C
Dramatic monologue
D
Sonnet
উত্তরের বিবরণ
“Lamia” হলো একটি Narrative Poem, যা ১৮১৯ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতাটি Robert Burton এর Anatomy of Melancholy থেকে অনুপ্রাণিত।
-
সারসংক্ষেপ:
-
Lamia এক সুন্দরী নারী ছিল, কিন্তু শাস্তির ফলে সে একটি বিষাক্ত সাপে পরিণত হয়।
-
দেবতা Hermes তার সাহায্য করলে Lamia আবার মানুষের রূপ ফিরে পায়।
-
করিন্থ নগরীতে এসে সে তরুণ Lycius এর প্রতি গভীর প্রেম অনুভব করে এবং তার জাদু দিয়ে Lycius কে মুগ্ধ করে।
-
Lycius প্রেমে অন্ধ হয়ে তার দার্শনিক শিক্ষক Apollonius এর উপদেশ অগ্রাহ্য করে এবং Lamia-কে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
-
বিয়ের অনুষ্ঠানে Apollonius Lamia-র আসল পরিচয় প্রকাশ করে—সে এক সময় সাপ ছিল।
-
সত্য ফাঁস হবার সঙ্গে সঙ্গে Lamia রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায় এবং Lycius মুহূর্তেই মারা যায়।
-
-
John Keats:
-
British Poet এবং Romantic Period-এর লেখক
-
English Romantic Lyric Poet, যিনি স্বল্প জীবন কাটিয়েও কবিতায় vivid imagery, sensuous appeal, এবং classical legend-এর মাধ্যমে দর্শনীয় ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness
-
পাশাপাশি Physician, Surgeon, এবং Doctor ছিলেন
-
সাহিত্যকর্মের মধ্যে আছে: Sonnets, Odes, এবং Epics
-
-
Famous Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
-

0
Updated: 11 hours ago
Her return to Bangladesh is uncertain.
The underlined phrase is -
Created: 12 hours ago
A
Adjective Phrase
B
Adverb Phrase
C
Noun Phrase
D
Prepositional Phrase
• Correct answer: Noun Phrase
Analysis of the sentence:
-
Sentence: Her return to Bangladesh is uncertain.
-
Subject: "Her return to Bangladesh"
-
Reasoning:
-
"Return" is a noun, and "Her" is a possessive determiner specifying whose return.
-
"To Bangladesh" is a prepositional phrase modifying "return."
-
Together, the phrase functions as a single noun unit, representing the subject of the sentence.
-
Why not other options:
-
Adjective Phrase: No, it is not modifying a noun.
-
Adverb Phrase: No, it is not modifying a verb, adjective, or adverb.
-
Prepositional Phrase: No, although "to Bangladesh" is a prepositional phrase, the entire phrase is a noun phrase.

0
Updated: 12 hours ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 1 week ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Who is credited with the quote, "A wise man will make more opportunities than he finds"?
Created: 1 month ago
A
Francis Bacon
B
Christopher Marlowe
C
Thomas Gray
D
G. B. Shaw
“A wise man will make more opportunities than he finds” উক্তির রচয়িতা ফ্রান্সিস বেকন। এটি বোঝায় যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকেন না, বরং নিজস্ব চেষ্টা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন সুযোগ তৈরি করেন।
Francis Bacon (1561–1626) ছিলেন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, রাষ্ট্রনায়ক, ও সাহিত্যিক। তিনি বিজ্ঞানের পদ্ধতি, যুক্তিবাদী চিন্তাধারা প্রচার করেছেন এবং ১৬১৮–১৬২১ পর্যন্ত England-এর Lord Chancellor ছিলেন।
বিখ্যাত রচনা: The Essays, Advancement of Learning, The New Atlantis
বিখ্যাত উক্তি:
-
It is impossible to love and be wise.
-
For knowledge, too, is itself power.
-
Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.
-
A wise man will make more opportunities than he finds.
উত্তর: ফ্রান্সিস বেকন

0
Updated: 1 month ago