Who of the following is associated with the "Metaphysical Poetry"?
A
Alexander Pope
B
John Donne
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
John Donne সাধারণভাবে Metaphysical Poetry-এর প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত। তিনি Renaissance যুগের Jacobean Period-এর একজন কবি এবং আধ্যাত্মিক কবিতার সূচনাকারী, তাই তাকে Father of Metaphysical Poetry বলা হয়। তার কবিতায় প্রায়শই গভীর দার্শনিক, আধ্যাত্মিক এবং অস্তিত্ববাদী বিষয় উঠে আসে। এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও John Donne-এর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
-
Notable Works:
-
A Valediction: Forbidding Mourning
-
Anniversaries
-
Batter My Heart
-
Death, Be Not Proud
-
Devotions upon Emergent Occasions
-
Holy Sonnets
-
Paradoxes and Problems
-
Pseudo-Martyr
-
Songs and Sonnets
-
The Canonization
-
The Good Morrow
-
The Sun Rising, ইত্যাদি
-
-
Other Options:
-
Edmund Spenser → Poets of Poets
-
Alexander Pope → Mock Heroic Poet
-
William Shakespeare → Bard of Avon
-

0
Updated: 11 hours ago
Choose the synonym of "Deride":
Created: 1 week ago
A
Praise
B
Mock
C
Encourage
D
Respect
• Deride:
-
English meaning: to laugh at or show no respect for someone or something, because you think they are stupid or of no value.
-
Bangla meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।
Options:
ক) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
খ) Mock: কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা।
গ) Encourage: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।
ঘ) Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Deride" হলো Mock।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 week ago
Which of the following is not a part of a paragraph?
Created: 3 weeks ago
A
Terminator
B
Topic sentence
C
Body
D
Heading
Paragraph Structure
-
Note: Heading is not a part of a paragraph; it belongs to a letter.
-
A paragraph can be divided into three main parts:
-
Beginning (Topic Sentence):
-
The first sentence of the paragraph.
-
Should be engaging and introduce the main idea.
-
-
Body:
-
Includes all sentences between the first and the last.
-
Develops and supports the main idea of the paragraph.
-
-
End (Terminator):
-
The final sentence that completes the paragraph’s thought.
-
Provides a sense of closure and emphasizes the main idea.
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 3 weeks ago
"Easter, 1916" is a poem written by -
Created: 11 hours ago
A
Thomas Gray
B
T. S. Eliot
C
W. B. Yeats
D
Dylan Thomas
“Easter, 1916” কবিটি রচনা করেছেন W. B. Yeats। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয় এবং পরে Michael Robartes and the Dancer (১৯২১) গ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মূলত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইরিশদের Easter Rising-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা।
-
সারসংক্ষেপ:
-
কবিতায় আয়ারল্যান্ডের ব্রিটিশবিরোধী ইস্টার বিদ্রোহে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে
-
নায়কত্ব, আত্মত্যাগ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে তাদের সংঘাতের প্রতিফলন প্রকাশিত হয়েছে
-
Yeats বিদ্রোহীদের চরমপন্থা নিয়ে সংশয় প্রকাশ করলেও তাদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানান
-
শেষমেষ তিনি তাদের আত্মবলিদানকে “A terrible beauty is born” হিসেবে স্মরণ করেন
-
-
William Butler Yeats:
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত
-
কবি ও নাট্যকার হিসাবে তার সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়
-
-
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
-
-
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
-
-
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
-

0
Updated: 11 hours ago