A
২০ জোড়া
B
২২ জোড়া
C
২৩ জোড়া
D
২৫ জোড়া
উত্তরের বিবরণ
মানবদেহের প্রতিটি কোষে মোট ৪৬টি ক্রোমোজোম থাকে, যা ২৩ জোড়া হিসেবে গঠিত। এই ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং বংশগতির প্রধান উপাদান হিসেবে কাজ করে।
ক্রোমোজোমের ধারণাটি প্রথম আবিষ্কার করেন Strasburger (১৮৭৫), যদিও তিনি নামকরণ করেননি। পরবর্তীতে ১৮৮৮ সালে Weldeyer প্রথমবারের মতো “ক্রোমোজোম” শব্দটি ব্যবহার করেন।
প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, যা ঐ প্রজাতির জিনগত বৈশিষ্ট্যের নির্ধারক। মানুষের ক্ষেত্রে এটি ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম।
এই ২৩ জোড়ার মধ্যে ২২ জোড়াকে বলা হয় অটোসোম, যা দেহের বিভিন্ন গঠন, প্রক্রিয়া এবং জীববৈজ্ঞানিক কার্যকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অটোসোমের কার্যক্রম লিঙ্গ নির্ধারণের সঙ্গে সম্পর্কিত নয়।
অন্যদিকে, অবশিষ্ট এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এগুলো মানুষের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছেলেদের ক্ষেত্রে সাধারণত একটি X ও একটি Y ক্রোমোজোম (XY) থাকে, আর মেয়েদের ক্ষেত্রে দুটি X ক্রোমোজোম (XX) থাকে। তাই, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সন্তান ছেলে হবে না মেয়ে, তা নির্ধারণ করে।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 weeks ago