Which period is "William Wordsworth" associated with?
A
Neoclassical Period
B
Romantic Period
C
Victorian Period
D
Modern Period
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Romantic Period।
-
William Wordsworth
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত, যা তার কবিতায় প্রকাশ পেয়েছে
-
তার কিছু উল্লেখযোগ্য কাজ: London 1802 এবং ট্র্যাজেডি The Borderers, যেখানে French Revolution-এর প্রভাব লক্ষ্য করা যায়
-
তাকে বলা হয় The Father of the Romantic Age
-
A Preface to Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা) ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা করে
-
Lake Poet নামে পরিচিত, কারণ তার বাল্যকাল কেটেছে England-এর Lake District এলাকায়
-
১৮৪৩ সালে Poet Laureate হিসেবে সম্মানিত হন
-
-
Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy poems, ইত্যাদি
-
-
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-

0
Updated: 11 hours ago
Paradise Lost by John Milton is composed in -
Created: 1 month ago
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse

0
Updated: 1 month ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 3 weeks ago
Who wrote the play "The Caretaker"?
Created: 1 week ago
A
Samuel Beckett
B
John Osborne
C
Harold Pinter
D
Arthur Miller
The Caretaker
-
রচয়িতা: Harold Pinter
-
ধরণ: Three-act play
-
প্রথম প্রকাশ ও মঞ্চস্থ: 1960
-
Pinter-এর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য নাটক
-
মূল বিষয়: পারিবারিক সম্পর্কে বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার সূক্ষ্ম ভারসাম্য
-
কাহিনী: দুই ভাই Aston ও Mick-এর ফ্ল্যাটে নাটকের ঘটনা ঘটে। Aston (যিনি কিছুটা মন্থর মস্তিষ্কের) এক ভবঘুরে Davies-কে আশ্রয় দেন।
Harold Pinter
-
British writer
-
Nobel Prize in Literature: 2005
Best Works (plays):
-
The Birthday Party
-
The Room
-
No Man’s Land
-
The Dumb Waiter
-
The Caretaker
-
The Homecoming

0
Updated: 1 week ago