MUTTER: INDISTINCT::
A
demand: obedient
B
plead: obligatory
C
flatter: commendable
D
drone: monotonous
উত্তরের বিবরণ
MUTTER : INDISTINCT সম্পর্কের মানে হলো Mutter (বিড়বিড় করা) হল এমন একটি ক্রিয়া যা অস্পষ্টভাবে করা হয়, অর্থাৎ Indistinct। অনুরূপভাবে, Drone : Monotonous সম্পর্কেও ক্রিয়ার ধরন এবং তার বৈশিষ্ট্য মিল আছে—Drone মানে একঘেয়ে কথা বলা, এবং তা Monotonous অর্থাৎ একঘেয়ে বা বিরক্তিকর ধরণের।
-
উদাহরণস্বরূপ:
-
Mutter → বিড়বিড় করা
-
Indistinct → অস্পষ্টভাবে
-
Drone → একঘেয়ে কথা বলা
-
Monotonous → একঘেয়ে বা বিরক্তিকর
-
-
Analogical relation অনুযায়ী, সঠিক জোড়া হলো ঘ) Drone : Monotonous।
0
Updated: 1 month ago
'He started teaching Hamlet.' Here 'teaching' is a/an-
Created: 1 month ago
A
participle
B
infinitiv
C
verbal noun
D
gerund
Gerund হলো এমন একটি রূপ যেখানে verb-এর সাথে ing যোগ হয়ে noun-এর কাজ করে। অর্থাৎ এটি একই সাথে verb ও noun-এর ভূমিকা পালন করে।
অন্যদিকে, present participle verb-এর সাথে ing যুক্ত হয়ে adjective-এর কাজ করে। এছাড়াও infinitive ও verbal noun-এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নিচে সেগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো।
Gerund
-
Verb + ing যুক্ত হয়ে noun-এর কাজ করলে তাকে gerund বলা হয়।
-
সহজভাবে → Verb + ing = noun = verb + noun-এর কাজ করে।
-
এটি কোনো action বোঝায় না, বরং noun হিসেবে কাজ করে।
Functions of the Gerund
-
Subject হিসেবে: Rising early is a good habit.
-
Object হিসেবে: I like reading poetry.
-
Preposition-এর object হিসেবে: I am tired of waiting.
-
Complement হিসেবে: Seeing is believing.
-
Compound noun-এর অংশ হিসেবে: This is my writing table.
Present Participle
-
Verb + ing যুক্ত হয়ে adjective-এর কাজ করলে তাকে present participle বলা হয়।
-
সহজভাবে → Verb + ing = adjective = verb + adjective-এর কাজ করে।
-
Present participle চলমান অবস্থা বা sense প্রকাশ করে।
-
উদাহরণ: A rolling stone gathers no moss.
Infinitive
-
Verb-এর base form অথবা to + base form।
-
উদাহরণ: teach, to teach।
-
দুই ধরনের হতে পারে:
-
To-infinitive
-
Bare infinitive (to ছাড়া infinitive)
-
Verbal Noun
-
Verb + ing রূপের আগে the এবং পরে of থাকলে তাকে verbal noun বলা হয়।
-
গঠন: The + verb + ing + of = verbal noun।
-
উদাহরণ: The writing of a good letter is difficult.
0
Updated: 1 month ago
The Verb form of 'Ease' is -
Created: 1 month ago
A
Easy
B
Ease
C
Easily
D
None of these
The Verb form of 'Ease' is – Ease. শব্দটি Noun এবং Verb উভয়ভাবেই ব্যবহৃত হয়। এর অর্থ ও ব্যবহার নিচে দেওয়া হলো।
-
Ease (Noun & Verb)
-
English Meaning:
-
(Noun) The state of being comfortable.
-
(Verb) To free from something that pains, disquiets, or burdens.
-
-
Bangla Meaning:
-
আরাম, শান্তি, বিশ্রাম, আয়াসহীনতা, সহজসাধ্যতা, স্বাচ্ছন্দ্য, উদ্বেগহীনতা।
-
আরাম দেওয়া, স্বস্তি বিধান করা, যন্ত্রণা বা উদ্বেগ দূর করা।
-
-
-
উল্লিখিত অন্যান্য রূপগুলো
-
Easy (Adjective) – অনায়াস, সহজ, স্বচ্ছন্দ, অবাধ।
-
Easily (Adverb) – সহজে, আয়াসহীনভাবে।
-
0
Updated: 1 month ago
In the word 'Leaflet', the suffix 'let' refers to:
Created: 3 weeks ago
A
A folded page
B
A colored page
C
A type of leaf
D
A small or thin sheet
In the word 'Leaflet', the suffix 'let' means – ঘ) Small or thin।
-
Leaflet (noun)
-
English Meaning: a small or thin sheet of paper, often giving information or advertising something
-
Bangla Meaning: ক্ষুদ্র বা পাতলা কাগজের পত্র; লিফলেট
-
0
Updated: 3 weeks ago