’ফাতেহ’ কোন দেশের মিসাইল ক্ষেপনাস্ত্র?
A
উত্তর কোরিয়া
B
পাকিস্তান
C
ইরান
D
ইসরায়েল
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে মিসাইল একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রতিটি দেশ তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে ভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করে।
-
রাশিয়া: S-400
-
ইসরাইল: জেরিকো, বরাক
-
ইরান: ফাতেহ, ফজর, কাওসার
-
উত্তর কোরিয়া: তাইপেডং, কে এন-০৬
-
ভারত: অগ্নি, ত্রিশুল, ব্রাহ্ম, পৃথ্বি
-
পাকিস্তান: ঘোরি, বাবর, শাহিন, গজনভি
অপরদিকে, যুক্তরাষ্ট্রের মিসাইল:
-
পেট্রিয়ট: আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী
-
টমাহক: সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য
-
ট্রাইডেন্ট: ব্যালাস্টিক মিসাইল
উৎস:

0
Updated: 11 hours ago
বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে-
Created: 4 weeks ago
A
মেটা
B
টেসলা
C
মাইক্রোসফট
D
স্টারলিংক
মাইক্রোসফট ও এনভিডিয়া: বাজারমূল্য সংক্রান্ত তথ্য
-
মাইক্রোসফট:
-
বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল।
-
রাজস্ব: ৭৬.৪ বিলিয়ন ডলার
-
মাইলফলক অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর।
-
-
এনভিডিয়া:
-
প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে।
-
এক বছরের মধ্যে বাজারমূল্য তিনগুণ বৃদ্ধি।
-
মাইলফলক অর্জনের তারিখ: ৯ জুলাই
-

0
Updated: 4 weeks ago
BENELUX এর সদর দপ্তর-
Created: 4 weeks ago
A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর?
Created: 11 hours ago
A
ইতালি
B
স্পেন
C
নেদারল্যান্ড
D
জার্মানি
সালভাদোর ডালি ছিলেন একজন প্রখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রশিল্পী, যিনি অভিনব ও কল্পনাপ্রবণ চিত্রকর্মের জন্য সুপরিচিত।
-
জন্ম: ১১ মে ১৯০৪
-
স্থান: ফিগুয়েরেস, কাতালোনিয়া, স্পেন
-
তিনি একজন পরাবাস্তববাদী চিত্রকর হিসেবে খ্যাত
-
উল্লেখযোগ্য চিত্রকর্ম: The Persistence of Memory (১৯৩১)
-
মৃত্যু: ২৩ জানুয়ারি ১৯৮৯
উৎস:

0
Updated: 11 hours ago