’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর?
A
ইতালি
B
স্পেন
C
নেদারল্যান্ড
D
জার্মানি
উত্তরের বিবরণ
সালভাদোর ডালি ছিলেন একজন প্রখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রশিল্পী, যিনি অভিনব ও কল্পনাপ্রবণ চিত্রকর্মের জন্য সুপরিচিত।
-
জন্ম: ১১ মে ১৯০৪
-
স্থান: ফিগুয়েরেস, কাতালোনিয়া, স্পেন
-
তিনি একজন পরাবাস্তববাদী চিত্রকর হিসেবে খ্যাত
-
উল্লেখযোগ্য চিত্রকর্ম: The Persistence of Memory (১৯৩১)
-
মৃত্যু: ২৩ জানুয়ারি ১৯৮৯
উৎস:

0
Updated: 11 hours ago
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 3 days ago
A
পেতংতার্ন সিনাওয়াত্রা
B
অনুতিন চার্নভিরাকুল
C
স্রেত্থা থাভিসিন
D
থাকসিন শিনাওয়াত্রা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
-
নাম: অনুতিন চার্নভিরাকুল
-
নির্বাচন: ৫ সেপ্টেম্বর ২০২৫, পার্লামেন্ট ভোটাভুটি
-
ভোট: ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ সদস্যের মধ্যে ৩১১ ভোট পান
-
পদ গ্রহণ: পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে প্রধানমন্ত্রী
-
পেশাগত পটভূমি: নির্মাণ খাতের বড় ব্যবসায়ী; আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী
-
বিখ্যাত কর্মকাণ্ড: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে সর্বাধিক পরিচিত
-
বয়স: ৫৮ বছর

0
Updated: 3 days ago
জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
Created: 3 days ago
A
UNEP ও WMO
B
UNFCCC ও UNEP
C
UNFCCC ও WMO
D
UNEP ও ECOSOC
• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 3 days ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 day ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 day ago