বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
লাইব্রেরী অব কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার, যা গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠা: ২৪ এপ্রিল ১৮০০; প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের গবেষণা গ্রন্থাগার হিসেবে
-
অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ লাইব্রেরী:
-
দ্যা ব্রিটিশ লাইব্রেরি: লন্ডন, যুক্তরাজ্য
-
লাইব্রেরি অব কংগ্রেস: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
একাডেমি অব সায়েন্স: রাশিয়া
-
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর
উৎস:

0
Updated: 12 hours ago
মাদাগাস্কার দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 4 weeks ago
A
আটলান্টিক মহাসাগরে
B
ভারত মহাসাগরে
C
চীন মহাসাগরে
D
উত্তর মহাসাগরে
মাদাগাস্কার (Madagascar)
-
অবস্থান: পূর্ব আফ্রিকার উপকূলের পাশে, ভারত মহাসাগরে
-
প্রকার: দ্বীপদেশ
-
বিশ্বে স্থান: দ্বিতীয় বৃহত্তম দ্বীপদেশ
-
আয়তন: প্রায় ৫৯২,৮০০ বর্গকিলোমিটার
-
ভৌগোলিক বিভাগ: দেশটি তিনটি সমান্তরাল অক্ষাংশীয় অঞ্চলে বিভক্ত
উৎস: World Atlas

0
Updated: 4 weeks ago
বর্তমানে জিডিপিতে শীর্ষ অর্থনীতির দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 4 weeks ago
A
চীন
B
জার্মানি
C
যুক্তরাজ্য
D
যুক্তরাষ্ট্র
জিডিপি:
- জিডিপি একটি দেশের অর্থনীতির ব্যাপকতা মূল্যায়নের জন্য একটি মূল মেট্রিক হিসাবে কাজ করে।
- একটি দেশের জিডিপি পরিমাপ করার ভোগ্যপণ্য, নতুন বিনিয়োগ, সরকারি ব্যয় এবং রপ্তানির নিট মূল্যের উপর মোট ব্যয়ের সমষ্টি দ্বারা মোট প্রাপ্ত করা হয়।
- এই নিবন্ধটির লক্ষ্য ২০২৫ সালে বিশ্বের দশটি বৃহত্তম অর্থনীতির অন্তর্দৃষ্টি প্রদান করা,
- জিডিপিতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- ভারত চতুর্থ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য ষষ্ঠ অর্থনীতির দেশ ।

0
Updated: 4 weeks ago
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
Created: 4 weeks ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 4 weeks ago