’হিউম্যান রাইটস ওয়াচ‘ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
A
ইটালি
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
Human Rights Watch (HRW) হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও প্রতিবেদন করে।
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৭৮ সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, যা ১৯৮৮ সালে Human Rights Watch নামে পরিচিতি লাভ করে।
-
সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
-
প্রাথমিক লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা
-
পরবর্তীতে কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়
-
১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:

0
Updated: 12 hours ago
কপ-৩০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
Created: 4 weeks ago
A
ব্রাজিল
B
দক্ষিণ আফ্রিকা
C
অস্ট্রিয়া
D
কেনিয়া
COP সম্মেলন (Conference of the Parties)
-
পূর্ণ নাম: Conference of the Parties
-
উদ্দেশ্য:
-
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নীতি নির্ধারণ
-
কার্বন নির্গমন হ্রাস
-
অভিযোজন (Adaptation) কৌশল নির্ধারণ
-
-
ইতিহাস:
-
প্রথম COP সম্মেলন: ১৯৫৫, বার্লিন, জার্মানি
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে অনুষ্ঠিত
-
-
বর্তমান ও ভবিষ্যৎ:
-
COP-29 অনুষ্ঠিত হয়েছে আজারবাইজান
-
COP-30 হবে বেলেম, ব্রাজিল
-
সময়: 10–21 নভেম্বর, 2025
-
উৎস: UN Climate Change Secretariat

0
Updated: 4 weeks ago
B-52 কোন দেশের বোমারু বিমান?
Created: 12 hours ago
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামের জন্য সুপরিচিত। এগুলো আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে।
-
যুক্তরাষ্ট্র:
-
F-16 জঙ্গি বিমান
-
B-52 বোমারু বিমান
-
Stealth প্রযুক্তি-নির্ভর জঙ্গি বিমান, যা রাডারের নজর এড়াতে সক্ষম
-
C-130 সামরিক পরিবহন বিমান
-
-
রাশিয়া:
-
Yak-130 অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
-
MIG-21 / Malalaika যুদ্ধ বিমান
-
MIG-21 এর চীনা সংস্করণ: J-7 / F-7 Airguard
-
MIG-21 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান
-
-
যুক্তরাজ্য:
-
Challenger-1 ট্যাংক
-
-
জার্মানি:
-
U-Boat (Under sea Boat) সাবমেরিন
-
উৎস:

0
Updated: 12 hours ago
দুই নদীর মধ্যবর্তী সভ্যতা ছিল কোনটি?
Created: 2 weeks ago
A
গ্রিক সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
মেসোপটেমিয়া সভ্যতা
D
মিনীয় সভ্যতা
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মেসোপটেমিয়া সভ্যতা
সাম্রাজ্যের পতন
মেসোপটেমিয়া সভ্যতা
-
অবস্থান: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকা।
-
অর্থ: "মেসোপটেমিয়া" একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
-
প্রাচীনতম সভ্যতা: পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম।
-
ভৌগোলিক বিস্তার: বর্তমান ইরাকের বেশিরভাগ অঞ্চল, এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশ।
-
ধর্ম: বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল।
-
বিভাগ: উত্তর অংশ (অ্যাসেরীয়) ও দক্ষিণ অংশ (মেসোপটেমিয়া)।
মেসোপটেমীয় সভ্যতার পর্যায়
১. সুমেরীয় সভ্যতা
২. ব্যাবিলনীয় সভ্যতা
৩. অ্যাসেরীয় সভ্যতা
৪. ক্যালেডীয় সভ্যতা
অবদানসমূহ
🔹 সুমেরীয় সভ্যতা
-
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা।
-
চাকা আবিষ্কার (সবচেয়ে বড় অবদান)।
-
জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কার।
🔹 ব্যাবিলনীয় সভ্যতা
-
পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন (হাম্মুরাবির আইন)।
-
সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন।
-
আইন প্রণয়ন ছিল প্রধান অবদান।
🔹 অ্যাসেরীয় সভ্যতা
-
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করা।
-
সামরিক শক্তি, যুদ্ধবিদ্যা ও অস্ত্র তৈরিতে অবদান।
🔹 ক্যালেডীয় সভ্যতা
-
৭ দিনে সপ্তাহ গণনা শুরু।
-
প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি আবিষ্কার।
-
রাজা নেবুচাঁদনেজার এই সভ্যতা গড়ে তুলেছিলেন।
তুলনা
-
মেসোপটেমীয় সভ্যতা: নদীমাতৃক সভ্যতা (টাইগ্রিস ও ইউফ্রেটিস)।
-
গ্রিক সভ্যতা: সাগরমুখী সভ্যতা (Oceanian civilization)।
উৎস:
i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago