ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে?
A
১৯২৫ সালে
B
১৯৩০ সালে
C
১৯২৩ সালে
D
১৯২১ সালে
উত্তরের বিবরণ
ইন্টারপোল (Interpol) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের দেশগুলোকে অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে পরস্পরের সাথে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩; স্থান – ভিয়েনা, অস্ট্রিয়া
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বশেষ সদস্য: পালাউ
উৎস:
0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনে কতটি চুক্তি রয়েছে?
Created: 1 month ago
A
৭টি
B
৩টি
C
৪টি
D
২টি
জেনেভা কনভেনশন
-
সংজ্ঞা: আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে।
-
স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
-
গঠন: ৪টি চুক্তি (কনভেনশন) ও ৩টি প্রটোকল। একে সাধারণত চারটি রেডক্রস কনভেনশন বলা হয়।
চারটি কনভেনশন:
-
প্রথম কনভেনশন: আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা।
-
দ্বিতীয় কনভেনশন: সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; ১৯০৭ সালের ‘হেগ চুক্তি’ সংশোধন।
-
তৃতীয় কনভেনশন: যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
-
চতুর্থ কনভেনশন: সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
উদ্দেশ্য: যুদ্ধকালীন সকল পক্ষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং হতাহতের পরিমাণ হ্রাস করা।
0
Updated: 1 month ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 2 months ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)
0
Updated: 2 months ago
কোনটি Nuclear Non- Proliferation Treaty চুক্তি দ্বারা স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
NPT চুক্তি হলো Nuclear Non-Proliferation Treaty, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের জন্য আন্তর্জাতিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় ১ জুলাই, ১৯৬৮ এবং কার্যকর হয় ৫ মার্চ, ১৯৭০ থেকে। বর্তমানে ১৯১টি দেশ চুক্তির স্বাক্ষরকারী।
-
পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা: ৫টি — চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
-
এই ৫টি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী (Nuclear Weapon States, NWS) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে
-
চুক্তি এই দেশগুলোর পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়, তবে NPT-এর অনুচ্ছেদ ৬-এর অধীনে চিরস্থায়ীভাবে অস্ত্র তৈরি ও বজায় রাখার নির্দেশ নেই
অন্যদিকে:
-
ভারত, পাকিস্তান এবং ইসরায়েল NPT-এ কখনো যোগ দেয়নি, কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী
-
উত্তর কোরিয়া NPT-এ যোগ দিয়েছিল, কিন্তু ২০০৩ সালে চুক্তি থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়
উৎস:
0
Updated: 1 month ago