’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
উত্তরের বিবরণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:

0
Updated: 12 hours ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 4 days ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর?
Created: 12 hours ago
A
ইতালি
B
স্পেন
C
নেদারল্যান্ড
D
জার্মানি
সালভাদোর ডালি ছিলেন একজন প্রখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রশিল্পী, যিনি অভিনব ও কল্পনাপ্রবণ চিত্রকর্মের জন্য সুপরিচিত।
-
জন্ম: ১১ মে ১৯০৪
-
স্থান: ফিগুয়েরেস, কাতালোনিয়া, স্পেন
-
তিনি একজন পরাবাস্তববাদী চিত্রকর হিসেবে খ্যাত
-
উল্লেখযোগ্য চিত্রকর্ম: The Persistence of Memory (১৯৩১)
-
মৃত্যু: ২৩ জানুয়ারি ১৯৮৯
উৎস:

0
Updated: 12 hours ago
নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয় কোথায়?
Created: 4 weeks ago
A
জাপান
B
সুইডেন
C
কেনিয়া
D
ফ্রান্স
নাগোয়া প্রটোকল (Nagoya Protocol)
-
পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
-
সংজ্ঞা: জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি
-
গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০
-
স্থান: নাগোয়া, জাপান
-
কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪
-
উদ্দেশ্য:
-
জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য ও ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা
-
জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা
-
উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago