জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল রয়েছে?
A
৪টি
B
৩টি
C
২টি
D
৫টি
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন হলো যুদ্ধের বর্বরতাকে সীমিত করার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণের নীতিমালা নির্ধারণ করে।
-
জেনেভা কনভেনশন চারটি আনুষ্ঠানিক চুক্তি এবং তিনটি অতিরিক্ত প্রটোকল নিয়ে গঠিত।
-
প্রটোকল-১: আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা নিশ্চিত করে।
-
প্রটোকল-২: অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা সম্পর্কিত।
-
প্রটোকল-৩: একটি অতিরিক্ত স্বতন্ত্র প্রতীক, রেড ক্রিস্টাল গ্রহণের সঙ্গে সম্পর্কিত।
উৎস:
0
Updated: 1 month ago
'কিউবা ক্ষেপনাস্ত্র সংকট' কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৯৫১ সালে
B
১৯৬২ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৮ সালে
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালের অক্টোবরে ঘটে, যা শীতল যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয়।
-
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে সংঘটিত হয়।
-
সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
-
এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ।
-
১৬ থেকে ২৮ অক্টোবর, মোট ১৩ দিন ধরে সংকট চলতে থাকে।
-
এটি ছিল শীতল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
-
শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়।
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 3 weeks ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।
0
Updated: 3 weeks ago
বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
Created: 2 months ago
A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
0
Updated: 2 months ago