‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
A
ফ্রান্স
B
জার্মানি
C
জাপান
D
বেলজিয়াম
উত্তরের বিবরণ
লুভর মিউজিয়াম হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, যা শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
-
অবস্থান: প্যারিস, ফ্রান্স; সীন নদীর ডান তীরে
-
প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন
-
মূল ভবনটি ১২শ শতকে নির্মিত একটি দুর্গ, যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে পরিণত হয়
বিশেষত্ব:
-
বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ
-
সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০টি প্রদর্শিত হয়
-
শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত
প্রসিদ্ধ শিল্পকর্মসমূহ:
-
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
-
ভেনাস দ্য মাইলো, প্রাচীন গ্রিক ভাস্কর্য
-
উইংড ভিক্টরি অব সামোথ্রেস, গ্রিক ভাস্কর্য
-
দ্য র্যাফট অব দ্য মেডুসা, থিওডোর জেরিকো
উৎস:
0
Updated: 1 month ago
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
Masato Kanda
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Klaus Schwab
Rotary International হলো একটি বিশ্বব্যাপী মানবসেবামূলক সংগঠন, যা সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণে কাজ করে আসছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: Paul P. Harris
-
প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Evanston, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি (তবে প্রতিটি দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)
লক্ষ্য ও উদ্দেশ্য
-
পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা
-
মূলনীতি: Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)
-
আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করা
উৎস:
0
Updated: 1 month ago
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 1 month ago
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
নারীদের ভোটাধিকার প্রাপ্তির দেশসমূহ:
-
নিউজিল্যান্ড: ১৮৯৩ সালে নারীরা প্রথমবার ভোটের অধিকার পান। বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দিতে সক্ষম হন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পান ১৯১৯ সালে।
-
অস্ট্রেলিয়া: ১৯০২ সালে নারীরা ভোট ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করে। তবে আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
-
ফিনল্যান্ড: ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার চালু।
-
যুক্তরাজ্য: ১৯১৮ সালে সীমিত ভোটাধিকার (শর্তসাপেক্ষ), ১৯২৮ সালে পূর্ণ ভোটাধিকার।
-
যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
উল্লেখযোগ্য: নিউজিল্যান্ডে নারীরা বিশ্বের প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছিলেন, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে মাইলফলক।
0
Updated: 1 month ago
'আবু শায়াফ’ কোন দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী?
Created: 2 months ago
A
সোমালিয়া
B
আফগানিস্তান
C
লিবিয়া
D
ফিলিপাইন
Abu Sayyaf Group (ASG)
-
অর্থ: "তলোয়ারধারী পিতা" / Father of the Sword
-
ধরন: ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন
-
দেশ: ফিলিপাইন (মূলত দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯১
-
প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি
মূল উদ্দেশ্য
-
দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’
-
শরীয়াহ আইন প্রতিষ্ঠা
উল্লেখযোগ্য ঘটনা
-
২০০০: মালয়েশিয়ার পর্যটক অপহরণ
-
২০০৪: ফেরি বিস্ফোরণ, নিহত ১১৬ (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)
-
২০১৬: কানাডিয়ান জিম্মিদের হত্যা
আন্তর্জাতিক স্বীকৃতি
-
যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
📌 Source: BBC News
0
Updated: 2 months ago