’দোজাংখা’ কোন দেশের ভাষা?
A
মালদ্বীপ
B
ভুটান
C
হাঙ্গেরি
D
ভ্যাটিকান সিটি
উত্তরের বিবরণ
ভুটান হলো দক্ষিণ-মধ্য এশিয়ার একটি পাহাড়ী দেশ, যা তার স্বতন্ত্র সংস্কৃতি ও নীতিনির্ধারণের জন্য পরিচিত। দেশটি সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত দিক থেকে অনন্য।
-
আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)
-
রাজধানী: থিম্পু
-
ভাষা: দোজংখা
-
ধর্ম: তিব্বতি বৌদ্ধধর্ম প্রধান, এছাড়াও হিন্দু ধর্ম প্রচলিত
-
মুদ্রা: গুলট্রাম
-
ভুটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ হিসেবে পরিচিত
অন্যদিকে, বিভিন্ন দেশের প্রধান ভাষাসমূহ হলো:
-
খেমার: কম্বোডিয়া
-
ক্যাটালন: স্পেন
-
সার্ব: বসনিয়া ও হার্জেগোভিনা
-
মজর (Magyar): হাঙ্গেরি
-
ল্যাটিন: ভ্যাটিকান সিটি
-
দিভেহি: মালদ্বীপ
উৎস:
0
Updated: 1 month ago
স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
Created: 3 weeks ago
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।
0
Updated: 3 weeks ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস
0
Updated: 2 months ago
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
টোকিও, জাপান
B
বেইজিং, চীন
C
প্যারিস, ফ্রান্স
D
সিউল, দক্ষিণ কোরিয়া
চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট গেমস, যা রোবটিক্স প্রযুক্তির উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৭ আগস্ট, ২০২৫ পর্যন্ত।
-
প্রতিযোগিতায় ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করে।
-
এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিল, আর বাকি ৮৮টি দল অংশ নেয় চীনের বেসরকারি প্রতিষ্ঠান ইউনিট্রি (Unitree) এবং ফোরিয়ার ইন্টেলিজেন্স (Fourier Intelligence)-এর মতো রোবট নির্মাতা কোম্পানি থেকে।
-
মানবাকৃতি রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।
-
এছাড়া তারা ওষুধ বাছাই, জিনিসপত্র বহন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বাস্তব জীবনের চ্যালেঞ্জভিত্তিক কাজেও অংশগ্রহণ করে, যা তাদের দক্ষতা ও অভিযোজন ক্ষমতা যাচাইয়ের সুযোগ দেয়।
উল্লেখযোগ্যভাবে, চীন সাম্প্রতিক বছরগুলোতে হিউম্যানয়েড রোবট এবং রোবটিক্স খাতে ব্যাপক বিনিয়োগ করছে।
-
এর প্রধান দুটি কারণ হলো: দেশের বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে থাকা।
-
এই লক্ষ্য অর্জনে চীন সাম্প্রতিক সময়ে বৃহৎ রোবটিক্স ইভেন্টের আয়োজন করছে, যার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন এবং একটি আন্তর্জাতিক রোবট সম্মেলন।
0
Updated: 3 weeks ago