বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
A
১৯৫০ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫২ সালে
উত্তরের বিবরণ
বার্ট্রান্ড রাসেল ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী এবং সামাজিক আন্দোলনের নেতা, যিনি যুক্তি, নৈতিকতা ও সমাজ বিষয়ে গভীর বিশ্লেষণ করেছেন। তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ও শান্তিকামী দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত।
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
তিনি একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী এবং সমাজ সমালোচক।
-
যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদের বিরোধী হিসেবে খ্যাত।
-
১৯৫০ সালে নোবেল পুরস্কার (সাহিত্য) অর্জন করেন।
-
তাঁর প্রখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে Political Ideals।
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy
উৎস:
0
Updated: 1 month ago
'অপারেশন ডেজার্ট ফক্স' কোন দেশের উপর চালানো হয়?
Created: 1 month ago
A
ইরাক
B
কুয়েত
C
সিরিয়া
D
আফগানিস্তান
অপারেশন ডেজার্ট ফক্স হলো ১৯৯৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বারা ইরাকের লক্ষ্যবস্তুতে পরিচালিত চার দিনের বোমা অভিযান।
-
পরিচালক: মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট
-
কারণ: জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে সহযোগিতা না করার জন্য সাদ্দাম হোসেনের ক্রমাগত অস্বীকৃতি
-
হামলার সময়কাল: চার দিন
-
ব্যবহারকৃত অস্ত্র: এক হাজারেরও বেশি বোমা এবং ক্রুজ মিসাইল
-
লক্ষ্য: ইরাকের শতাধিক স্থাপনা
0
Updated: 1 month ago
ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
Created: 2 months ago
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।
0
Updated: 2 months ago