’মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’ উক্তিটি কার?
A
জন লক
B
ইমানুয়েল কান্ট
C
টমাস হবস
D
সক্রেটিস
উত্তরের বিবরণ
টমাস হবস ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, যিনি আধুনিক রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর চিন্তাধারা রাষ্ট্র, সমাজ ও মানব প্রকৃতির বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত।
-
জন্ম: ৫ এপ্রিল ১৫৮৮, ওয়েস্টপোর্ট, ইংল্যান্ড।
-
মৃত্যু: ৪ ডিসেম্বর ১৬৭৯, লন্ডন, ইংল্যান্ড।
-
তিনি একজন খ্যাতনামা ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং তত্ত্ববিদ।
-
আধুনিক রাজনৈতিক দর্শনের পিতৃপুরুষ হিসেবে পরিচিত।
-
তাঁর দর্শন বিশেষ করে রাজ্যতত্ত্ব এবং মানব প্রকৃতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
তাঁর সর্বাধিক বিখ্যাত গ্রন্থ হলো Leviathan (১৬৫১), যেখানে সামাজিক চুক্তি তত্ত্ব প্রতিষ্ঠা করা হয়।
-
এই গ্রন্থকে আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়।
-
তাঁর বিখ্যাত উক্তি: "মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক"।
অন্যদিকে, সক্রেটিস তাঁর জ্ঞানমূলক দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
-
বিখ্যাত উক্তি: "নিজেকে জানো" (Know thyself)
-
বিখ্যাত উক্তি: "জ্ঞানই পূণ্য" (Virtue is knowledge)
উৎস:
0
Updated: 1 month ago
Arms Trade Treaty (ATT)-এর মূল উদ্যোক্তা কে?
Created: 1 month ago
A
অস্কার অ্যারিয়াস
B
মেনাচেম বেগিন
C
রিচার্ড নিক্সন
D
বর্ণিত সবাই
Arms Trade Treaty (ATT) হলো প্রচলিত আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি, যা প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে গৃহীত। চুক্তির প্রস্তাবক ছিল জাতিসংঘ, এবং এটি ২ এপ্রিল, ২০১৩ সালে স্বাক্ষরিত হয় (জাতিসংঘ সাধারণ পরিষদে), কার্যকর হয় ২৪ ডিসেম্বর, ২০১৪। বর্তমানে ১১৬টি দেশ চুক্তি অনুমোদন করেছে, আর ২৬টি দেশ স্বাক্ষর করেছে কিন্তু এখনও অনুমোদন দেয়নি।
-
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার অ্যারিয়াস (Oscar Arias) ছিলেন ATT ধারণার মূল প্রবক্তা
-
যুক্তরাজ্য ২০০৬ সালে ATT প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম ATT-এর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়
-
চূড়ান্তভাবে ATT ২০১৩ সালে স্বাক্ষরিত হয়
উৎস:
0
Updated: 1 month ago
D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
Created: 2 months ago
A
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
B
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
C
আফ্রিকান ন্যাশনালিস্ট কংগ্রেস
D
আফ্রিকান লিবারেশন পার্টি
নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত তথ্য
-
রাজনৈতিক দল:
-
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
-
-
জন্ম ও ব্যক্তিগত জীবন:
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা
-
প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকা
-
-
রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান
-
এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে বর্ণবাদী বিচ্ছিন্নতার অবসান ঘটাতে এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তন সূচনা
-
-
পুরস্কার:
-
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও এফ ডব্লিউ ডি ক্লার্ক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
-
-
স্মৃতিকাহিনী:
-
জীবনী: ‘লং ওয়াক টু ফ্রিডম’
-
প্রকাশ: ১৯৯৪, তার জীবনের প্রথম বছর ও কারাগারের সময়কাল সংক্রান্ত বিবরণ
-
-
-
মৃত্যু:
-
৫ ডিসেম্বর ২০১৩
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago