B-52 কোন দেশের বোমারু বিমান?
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামের জন্য সুপরিচিত। এগুলো আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে।
-
যুক্তরাষ্ট্র:
-
F-16 জঙ্গি বিমান
-
B-52 বোমারু বিমান
-
Stealth প্রযুক্তি-নির্ভর জঙ্গি বিমান, যা রাডারের নজর এড়াতে সক্ষম
-
C-130 সামরিক পরিবহন বিমান
-
-
রাশিয়া:
-
Yak-130 অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
-
MIG-21 / Malalaika যুদ্ধ বিমান
-
MIG-21 এর চীনা সংস্করণ: J-7 / F-7 Airguard
-
MIG-21 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান
-
-
যুক্তরাজ্য:
-
Challenger-1 ট্যাংক
-
-
জার্মানি:
-
U-Boat (Under sea Boat) সাবমেরিন
-
উৎস:
0
Updated: 1 month ago
যুক্তরাজ্যের Secret Intelligence Service(SIS) কী নামে পরিচিত?
Created: 3 weeks ago
A
MI3
B
RI6
C
FI6
D
MI6
Secret Intelligence Service (SIS) হলো যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা, যা সাধারণত MI6 নামে পরিচিত।
-
এটি ১৯৯৪ সালের গোয়েন্দা পরিষেবা আইনের অধীনে বিধিবদ্ধভাবে প্রতিষ্ঠিত হয়।
-
MI6-এর বর্তমান ১৭তম প্রধান হলো রিচার্ড মুর।
-
সংস্থাটি যুক্তরাজ্যের অন্যান্য সরকারি বিভাগ, গোয়েন্দা সম্প্রদায় এবং শিল্প খাতে অংশীদারদের সাথে সমন্বয় করে কাজ করে।
0
Updated: 3 weeks ago
নিম্নোক্ত কোন স্থানে 'জাতিসংঘ সনদ' স্বাক্ষরিত হয়েছে?
Created: 1 month ago
A
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
B
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
C
প্যারিস, ফ্রান্স
D
সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে। এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
-
গঠনকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
সনদ স্বাক্ষর: ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়।
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
-
দাপ্তরিক ভাষা: মোট ৬টি, যথা ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ এবং আরবি।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ (ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি দেশ, যথা ভ্যাটিকান এবং ফিলিস্তিন।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান, যা ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩তম দেশ হিসেবে যোগদান করে।
0
Updated: 1 month ago
ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৭৩ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৮০ সালে
ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB)
-
পূর্ণরূপ: Islamic Development Bank
-
প্রতিষ্ঠা:
-
সিদ্ধান্ত: ১৯৭৩, জেদ্দা, সৌদি আরব (মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন)
-
কার্যক্রম শুরু: ২০ অক্টোবর, ১৯৭৫
-
-
প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব
-
সদস্য দেশ সংখ্যা: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser
-
বাংলাদেশের যোগদান: ১২ আগস্ট, ১৯৭৪; কার্যক্রম শুরু: ১৯৮৩
-
বৈশিষ্ট্য:
-
বিনা সুদে ঋণ প্রদান
-
আর্থ-সামাজিক উন্নয়ন সহায়তা
-
অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে কার্যক্রম
-
-
উল্লেখ্য:
-
ওআইসি সদস্য দেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে IsDB সদস্য
-
বাংলাদেশও ওআইসি সদস্য হওয়ায় IsDB-এর অংশ
-
উৎস: IDB ওয়েবসাইট
0
Updated: 2 months ago