জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে?
A
২৮টি
B
৩০টি
C
২৬টি
D
৩৫টি
উত্তরের বিবরণ
International Bill of Human Rights হলো জাতিসংঘের গৃহীত একটি গুরুত্বপূর্ণ নথি, যা মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে। এটি মূলত একটি ঘোষণা ও দুটি আন্তর্জাতিক চুক্তির সমন্বয়ে গঠিত।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
-
International Bill of Human Rights গঠিত হয়েছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) এবং দুটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা।
-
মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) গৃহীত হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে খসড়া প্রণয়ন শুরু করে।
-
১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি গৃহীত হয়।
-
এতে মোট ৩০টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
-
প্রথম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ সালে ইরানের তেহরান শহরে অনুষ্ঠিত হয়, যা ঘোষণার ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল।
-
দ্বিতীয় বৈশ্বিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
উৎস:
0
Updated: 1 month ago
’মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’ উক্তিটি কার?
Created: 1 month ago
A
জন লক
B
ইমানুয়েল কান্ট
C
টমাস হবস
D
সক্রেটিস
টমাস হবস ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, যিনি আধুনিক রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর চিন্তাধারা রাষ্ট্র, সমাজ ও মানব প্রকৃতির বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত।
-
জন্ম: ৫ এপ্রিল ১৫৮৮, ওয়েস্টপোর্ট, ইংল্যান্ড।
-
মৃত্যু: ৪ ডিসেম্বর ১৬৭৯, লন্ডন, ইংল্যান্ড।
-
তিনি একজন খ্যাতনামা ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং তত্ত্ববিদ।
-
আধুনিক রাজনৈতিক দর্শনের পিতৃপুরুষ হিসেবে পরিচিত।
-
তাঁর দর্শন বিশেষ করে রাজ্যতত্ত্ব এবং মানব প্রকৃতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
তাঁর সর্বাধিক বিখ্যাত গ্রন্থ হলো Leviathan (১৬৫১), যেখানে সামাজিক চুক্তি তত্ত্ব প্রতিষ্ঠা করা হয়।
-
এই গ্রন্থকে আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়।
-
তাঁর বিখ্যাত উক্তি: "মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক"।
অন্যদিকে, সক্রেটিস তাঁর জ্ঞানমূলক দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
-
বিখ্যাত উক্তি: "নিজেকে জানো" (Know thyself)
-
বিখ্যাত উক্তি: "জ্ঞানই পূণ্য" (Virtue is knowledge)
উৎস:
0
Updated: 1 month ago
COP-30 কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 3 weeks ago
A
ভারত
B
চীন
C
ব্রাজিল
D
কানাডা
COP সম্মেলন হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের রূপরেখা সম্মেলন, যার পূর্ণরূপ Conferences of the Parties (COP)।
COP সম্মেলন:
-
জলবায়ু সংক্রান্ত এই সম্মেলন ১৯৯৪ সালে কার্যকর হয়।
-
প্রথম COP-১ অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে, জার্মানির বার্লিন শহরে।
-
UNFCCC ভুক্ত সদস্য দেশসমূহ এই সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-২৯ সম্মেলনের সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ।
-
COP-৩০ ২০২৫ সালে ব্রাজিল-এ অনুষ্ঠিত হবে।
0
Updated: 3 weeks ago
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম-
Created: 2 months ago
A
জর্জ ওয়াশিংটন
B
আব্রাহাম লিংকন
C
থিওডোর রুজভেল্ট
D
থমাস জেফারসন
মার্কিন যুক্তরাষ্ট্র
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ (যুক্তরাজ্য থেকে)
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
অঙ্গরাজ্য: ৫০ টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০ টি
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)
-
নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
-
উচ্চকক্ষ: সিনেট
রাষ্ট্রপতি:
-
বর্তমান (আগস্ট, ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন (১৬ তম)
-
ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩ সালে
-
হোয়াইট হাউজে কখনো বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন
অন্যান্য তথ্য:
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago