অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
A
ভিয়েতনাম যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
উপসাগরীয় যুদ্ধ
D
আফগান যুদ্ধ
উত্তরের বিবরণ
বিভিন্ন সময়ে ইতিহাসে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে, যেগুলো নিজ নিজ সময়ে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
-
অপারেশন ডেজার্ট স্টর্ম: বহুজাতিক বাহিনী দ্বারা পরিচালিত; কারণ – উপসাগরীয় যুদ্ধ; সময় – ১৯৯১ সাল।
-
অপারেশন বারবারোসা: জার্মানি কর্তৃক পরিচালিত; কারণ – সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) বিরুদ্ধে সামরিক অভিযান; সময় – দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন।
-
অপারেশন ব্লু স্টার: ইন্দিরা গান্ধী সরকারের অধীনে পরিচালিত; কারণ – ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান; সময় – ১৯৮৪ সাল।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি Nuclear Non- Proliferation Treaty চুক্তি দ্বারা স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
NPT চুক্তি হলো Nuclear Non-Proliferation Treaty, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের জন্য আন্তর্জাতিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় ১ জুলাই, ১৯৬৮ এবং কার্যকর হয় ৫ মার্চ, ১৯৭০ থেকে। বর্তমানে ১৯১টি দেশ চুক্তির স্বাক্ষরকারী।
-
পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা: ৫টি — চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
-
এই ৫টি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী (Nuclear Weapon States, NWS) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে
-
চুক্তি এই দেশগুলোর পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়, তবে NPT-এর অনুচ্ছেদ ৬-এর অধীনে চিরস্থায়ীভাবে অস্ত্র তৈরি ও বজায় রাখার নির্দেশ নেই
অন্যদিকে:
-
ভারত, পাকিস্তান এবং ইসরায়েল NPT-এ কখনো যোগ দেয়নি, কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী
-
উত্তর কোরিয়া NPT-এ যোগ দিয়েছিল, কিন্তু ২০০৩ সালে চুক্তি থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়
উৎস:
0
Updated: 1 month ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 2 months ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
Created: 1 month ago
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।
0
Updated: 1 month ago