Identify the phrase type:
I saw a boy running across the field.
A
Adverb Phrase
B
Noun Phrase
C
Participial Phrase
D
Infinitive Phrase
উত্তরের বিবরণ
• Correct Answer: গ) Participial Phrase
বিস্তারিত ব্যাখ্যা:
-
Phrase: "running across the field"
-
মূল বিশ্লেষণ:
-
এটি present participle running দিয়ে শুরু হয়েছে।
-
Noun boy কে modify করছে, অর্থাৎ adjective-এর মতো কাজ করছে।
-
Participle + object/modifier মিলিয়ে গঠিত phrase কে Participial Phrase বলে।
-
অন্যান্য অপশনসমূহ:
-
ক) Adverb Phrase: Verb, adjective বা adverb modify করে; এখানে noun modify করছে।
-
খ) Noun Phrase: Noun + modifier; participial phrase noun নয়।
-
ঘ) Infinitive Phrase: "to + base verb" দিয়ে শুরু হয়; এখানে নেই।

0
Updated: 12 hours ago
One whose attitude is 'eat, drink and be merry' is-
Created: 1 week ago
A
materialistic
B
epicurean
C
cynic
D
stoic
Epicurean (adjective / noun)
English Meaning: A person devoted to sensual enjoyment, especially pleasures of fine food and drink.
Bangla Meaning: (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী মত বা দার্শনিক চিন্তাধারা, যা গ্রিক দার্শনিক এপিকিউরাসের দ্বারা প্রবর্তিত।
বিস্তারিত ব্যাখ্যা:
-
Epicurean হল এমন একজন ব্যক্তি যার মূল লক্ষ্য হলো জীবনকে উপভোগ করা—বিশেষ করে খাবার ও পানীয়ের আনন্দ।
-
এই মতবাদ Epicurus নামক দার্শনিক দ্বারা প্রতিষ্ঠিত।
-
এদের দৃষ্টিকোণ অনুযায়ী, সুখ লাভের মাধ্যমে জীবনকে উপভোগ করা এবং দুঃখ বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
-
এদের প্রখ্যাত স্লোগান বা মোট্টো ছিল: “Eat, drink, and be merry”।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
Materialistic (noun / adjective)
-
English: Excessively concerned with money or possessions.
-
Bangla: বস্তুবাদী; মূলত ধন বা পদার্থের প্রতি অতি মনোযোগী।
-
-
Cynic (noun)
-
English: A person who believes everyone acts only from self-interest.
-
Bangla: হতাশাবাদী বা দোষদর্শী ব্যক্তি।
-
-
Stoic (noun)
-
English: Someone indifferent to pleasure or pain.
-
Bangla: সুখে বা দুঃখে নির্বিকার ব্যক্তি।
-
উৎস: Oxford Learner’s Dictionary; Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
Which is the correct spelling?
Created: 3 weeks ago
A
Quorum
B
Quorumme
C
Quorom
D
Quoram
The correct answer is - ক) Quorum.
• Quorum (Noun)
- English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made.
- Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
• Synonyms:
- Attendance (উপস্থিতি),
- Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন),
- Assemblage (সমাবেশ),
- Gathering (জমায়েত),
- Meeting (সভা)।
• Antonyms:
- Absence (অনুপস্থিতি),
- Non-attendance (অনুপস্থিতি),
- Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব),
- Insufficient (অপর্যাপ্ত),
- Deficient (ঘাটতি)।
• Other Forms:
- Quorate (adjective)
• Example Sentence:
- If a quorum is not present, the meeting must be adjourned.
- Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.

0
Updated: 3 weeks ago
Which of the following words can be used as a verb?
Created: 3 weeks ago
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.

0
Updated: 3 weeks ago