OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
A
২০১০ সালে
B
২০১৩ সালে
C
২০০৭ সালে
D
২০১৫ সালে
উত্তরের বিবরণ
OPCW একটি আন্তর্জাতিক সংস্থা যা রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সংস্থা বিশ্ব থেকে রাসায়নিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে কাজ করছে।
-
পূর্ণরূপ: Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: বর্তমানে ১৯৩টি রাষ্ট্র OPCW-এর সদস্য
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করলেও অনুমোদন দেয়নি: ইসরাইল
-
বাংলাদেশ: ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
পুরস্কার: OPCW তাদের অবদানের জন্য ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:
0
Updated: 1 month ago
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
Created: 2 months ago
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
Created: 2 months ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica
0
Updated: 2 months ago
নিম্নের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজ করে?
Created: 1 month ago
A
UNFCC
B
UNEP
C
UNDB
D
UNDP
UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে স্বীকৃতি দেয়।
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
-
সদস্য রাষ্ট্র: ১৯৩টি
-
মূল কার্যক্রম: পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগকে পুরস্কৃত করা
0
Updated: 1 month ago