মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
A
অটোয়া, কানাডা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
হেগ, নেদারল্যান্ড
D
প্যারিস, ফ্রান্স
উত্তরের বিবরণ
অটোয়া কনভেনশন মূলত একটি আন্তর্জাতিক চুক্তি যা স্থলমাইন নিষিদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ব্যবহার এবং বিস্তার রোধে গৃহীত হয়।
-
অটোয়া কনভেনশন বা "স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি" নামে পরিচিত।
-
এটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
১৯৯৯ সালের মার্চ থেকে এটি কার্যকর হয়েছে।
-
এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্থলমাইন অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।
-
মার্শাল দ্বীপপুঞ্জ এটি স্বাক্ষর করলেও এখনো অনুমোদন করেনি।
-
৩৪টি দেশ এখনো এই চুক্তি স্বাক্ষর করেনি, যার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন উল্লেখযোগ্য।
উৎস:
0
Updated: 1 month ago
কোয়াড কোন অঞ্চলের জন্য একটি চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম হিসেবে কাজ করে?
Created: 1 month ago
A
আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল
B
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
C
ভূমধ্যসাগরীয় অঞ্চল
D
লোহিতসাগরীয় অঞ্চল
QUAD হলো Quadrilateral Security Dialogue, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের (ভারত-প্রশান্ত মহাসাগর) চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম। এটি গঠিত হয় ২০০৭ সালে এবং এতে ৪টি দেশ অংশগ্রহণ করে: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
-
মূল উদ্দেশ্য:
-
ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা
-
কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা
-
বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা
-
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করা
-
-
উল্লেখ্য, ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে
উৎস:
0
Updated: 1 month ago
বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
Created: 3 weeks ago
A
ইরান
B
আফগানিস্তান
C
পাকিস্তান
D
ভারত
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হলো পাকিস্তানের একটি স্বাধীনতাকামী সংগঠন, যা পুরো বেলুচিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে কাজ করে।
-
বিএলএ আত্মপ্রকাশ করে ২০০০-এর দশকের শুরুতে।
-
পাকিস্তান সরকার ও কয়েকটি পশ্চিমা দেশ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
-
অন্যান্য তুলনামূলক নরমপন্থী বেলুচ জাতীয়তাবাদী দলের মতো, বিএলএ পাকিস্তানের অংশ হিসেবে টিকে থাকতে চায় না।
-
এর লক্ষ্য হলো সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা করা।
0
Updated: 3 weeks ago
কোন মার্কিন প্রেসিডেন্ট অসলো-১ শান্তি চুক্তির মধ্যস্থতা করেন?
Created: 1 month ago
A
রিগান
B
জিমি কার্টার
C
বিল ক্লিনটন
D
রিচার্ড নিক্সন
অসলো-১ শান্তি চুক্তি হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি, যা দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে গৃহীত হয়।
-
স্বাক্ষরিত হয় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
-
চুক্তি স্বাক্ষরিত স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
চুক্তির নাম অসলো চুক্তি, কারণ এর পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল
-
চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে
-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন চুক্তিতে মধ্যস্থতা করেন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago