What is the synonym of the word 'dogmatic'?
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
উত্তরের বিবরণ
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 12 hours ago
In which poem does the heroine character 'Belinda' appear?
Created: 4 days ago
A
Queen Mab
B
The Rape of the Lock
C
Volpone
D
The Solitary Reaper
Belinda হলো কবিতা The Rape of the Lock-এর প্রধান নারী চরিত্র। কবিতাটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে হাস্যরসের মাধ্যমে অভিজাত সমাজের অতিরিক্ত গৌরব ও আড়ম্বরকে ব্যঙ্গ করা হয়েছে।
-
The Rape of the Lock রচয়িতা Alexander Pope।
-
এর প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়, যা দুটি canto নিয়ে গঠিত।
-
চূড়ান্ত সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয় এবং এতে পাঁচটি canto অন্তর্ভুক্ত করা হয়।
মূল উপজীব্য
-
কবিতার কাহিনী ঘিরে ছোট সামাজিক দ্বন্দ্ব। Baron নামের এক যুবক Belinda-এর চুলের একটি লক চুরি করেন, যা বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনাটি হাস্যরসপূর্ণভাবে মহাকাব্যিক আকারে উপস্থাপন করা হয়েছে, যেন এটি হোমারের Iliad-এর মতো নায়কীয় যুদ্ধ।
-
শেষ পর্যন্ত চুলটি আকাশে উড়ে যায়, যা কবির ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
-
কবি Alexander Pope অভিজাত সমাজের গৌরববোধ, আড়ম্বর এবং ব্যর্থতা সূক্ষ্মভাবে ব্যঙ্গ করেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য।
Important Characters
-
Baron
-
Belinda
-
Ariel
-
Clarissa
-
Umbriel
Alexander Pope (1688–1744)
-
তিনি The Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি।
-
এই যুগকে প্রায়ই Age of Pope বলা হয়, কারণ Pope তার সাহিত্যিক দক্ষতার মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার করেছিলেন।
-
তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
His Notable Poems
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot

0
Updated: 4 days ago
Why is Elizabeth’s rejection of Darcy’s first proposal significant?
Created: 2 weeks ago
A
It humiliates Darcy publicly
B
It changes both characters
C
It causes Wickham’s downfall
D
It pleases Lady Catherine
Elizabeth Darcy-এর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোরভাবে। এতে Darcy প্রথমবার নিজের আচরণ বিশ্লেষণ করে। সে তার অহংকার ত্যাগ করে ভদ্র হতে শেখে। অন্যদিকে Elizabeth নিজের prejudice ভাঙতে শেখে। এই ঘটনাই কাহিনির মূল বাঁক (turning point)। Austen বোঝাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন অপরিহার্য।

0
Updated: 2 weeks ago
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield" - Who quoted it?
Created: 1 month ago
A
John Milton
B
Alfred Tennyson
C
W.B. Yeats
D
Matthew Arnold
সঠিক উত্তর: Alfred Tennyson
মূল তথ্য:
-
"Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield" লাইনটি Alfred Tennyson রচিত Ulysses কবিতা থেকে নেওয়া।
-
Ulysses:
-
রচয়িতা: Alfred Tennyson
-
ধরণ: Dramatic Monologue
-
ছন্দ: Blank Verse
-
অনুপ্রেরণা: হোমারের কাব্য Iliad
-
-
কবিতার গুরুত্বপূর্ণ অংশ:
-
“I will never rest from travels, I will drink life to the lees.”
-
-
Alfred Tennyson:
-
Victorian Period-এর প্রধান প্রতিনিধি
-
তার কবিতা সাধারণত melodious language এবং lyric qualities দ্বারা পরিচিত
-
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Oenone
-
Morte D’ Arthur
-
Locksley Hall
-
The Memoriam
-
Tithonus
-

0
Updated: 1 month ago