বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
A
১৯৫০ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫২ সালে
উত্তরের বিবরণ
বার্ট্রান্ড রাসেল ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী এবং সামাজিক আন্দোলনের নেতা, যিনি যুক্তি, নৈতিকতা ও সমাজ বিষয়ে গভীর বিশ্লেষণ করেছেন। তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ও শান্তিকামী দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত।
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
তিনি একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী এবং সমাজ সমালোচক।
-
যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদের বিরোধী হিসেবে খ্যাত।
-
১৯৫০ সালে নোবেল পুরস্কার (সাহিত্য) অর্জন করেন।
-
তাঁর প্রখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে Political Ideals।
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy
উৎস:

0
Updated: 12 hours ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 4 weeks ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হবে-
Created: 4 weeks ago
A
৩ শতাংশ
B
৪ শতাংশ
C
২ শতাংশ।
D
২.৫ শতাংশ।
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৫-২০২৬)
-
সংস্থা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
২০২৫ সালের পূর্বাভাস: ৩% (আগের পূর্বাভাস: ২.৮%)
-
২০২৬ সালের পূর্বাভাস: ৩.১%
-
ট্রেন্ড: প্রবৃদ্ধি করোনাপূর্ব গড় (৩.৭%) এর নিচে রয়ে গেছে
-
বিশ্লেষণ: ২০২৫ সালে প্রবৃদ্ধি আগের তুলনায় ০.২%-পয়েন্ট বৃদ্ধি পেতে পারে
উৎস: দৈনিক প্রথম আলো

0
Updated: 4 weeks ago
গুয়ান্তানামো বে কী?
Created: 3 weeks ago
A
নাট্যশালা
B
বন্দিশালা
C
পর্যটনকেন্দ্র
D
• গুয়ান্তানামো বে আটক শিবির (Guantanamo Bay Detention Camp / Gitmo)
-
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা আটক কেন্দ্র, যা কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ২০০২ সালে, মূলত আফগানিস্তান, ইরাক এবং অন্যান্য অঞ্চলে আটক করা সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের রাখার জন্য।
-
এই শিবিরে বন্দীদের আইনি অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
-
জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দীদের ন্যায্য বিচার ও মানবিক আচরণের অধিকার থাকা উচিত।
-
কিন্তু গুয়ান্তানামোতে নির্যাতন, অবমাননাকর আচরণ ও দীর্ঘমেয়াদী আটক (প্রায়শই বিচার ছাড়া) এর অভিযোগ উঠেছে।
-
-
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা ও মার্কিন আদালত ও প্রশাসন এই শিবির বন্ধের জন্য বিভিন্ন সময় বিতর্ক ও আইনি লড়াই চালাচ্ছে।
উৎস: Britannica ✅

0
Updated: 3 weeks ago