জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
জেনেভা
B
নিউইয়র্ক
C
হেগ
D
প্যারিস
উত্তরের বিবরণ
জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বশান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠাকালীন ইতিহাস:
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫
-
প্রতিষ্ঠা দিবস: ২৪ অক্টোবর ১৯৪৫
-
স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা: ৫১টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি
-
সর্বশেষ সদস্য রাষ্ট্র: দক্ষিণ সুদান
প্রশাসনিক ও সাংগঠনিক তথ্য:
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
দাপ্তরিক ভাষা (৬টি):
-
ইংরেজি
-
ফ্রেঞ্চ
-
চীনা
-
রুশ
-
স্প্যানিশ
-
আরবি
-
-
কার্যকরী দাপ্তরিক ভাষা (২টি): ইংরেজি ও ফ্রেঞ্চ
-
স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র (২টি):
-
ভ্যাটিকান সিটি
-
ফিলিস্তিন
-
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ
-
নিরাপত্তা পরিষদ
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অছি পরিষদ
-
জাতিসংঘ সচিবালয়
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
জাতিসংঘের অফিশিয়াল বা দাপ্তরিক ভাষা কয়টি?
Created: 6 days ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
জাতিসংঘ (United Nations)
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে
• সনদ স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫, সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ
• বর্তমান সদস্য: ১৯৩টি দেশ
• সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা:
• ইংরেজি
• ফরাসি (French)
• রাশিয়ান (Russian)
• চীনা (Chinese)
• স্প্যানিশ (Spanish)
• আরবি (Arabic)
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 6 days ago
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
Created: 6 days ago
A
লর্ড হ্যালিফ্যাক্স
B
আর্চিবল্ড ম্যাকলিশ
C
জন ডি. রকফেলার জুনিয়র
D
নেলসন রকফেলার
জাতিসংঘ সনদ (UN Charter)
• রচয়িতা: আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
• অনুচ্ছেদ সংখ্যা: মোট ১১১টি
• সংশোধনের ধারা: ধারা ১০৮ অনুযায়ী
-
সংশোধনী প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
-
এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে অনুমোদন প্রয়োজন
প্রধান তারিখ:
• স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫
• কার্যকরী: ২৪ অক্টোবর, ১৯৪৫
• প্রতি বছর জাতিসংঘ দিবস পালন: ২৪ অক্টোবর
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 6 days ago
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Created: 1 month ago
A
গিনি
B
ঘানা
C
সেনেগাল
D
মরক্কো
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।

0
Updated: 1 month ago