মোট কতটি দেশের অনুমোদন নিয়ে IMF প্রতিষ্ঠিত হয়?
A
২৯টি
B
৩২টি
C
৪২টি
D
৪৪টি
উত্তরের বিবরণ
IMF (International Monetary Fund / আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: The International Monetary Fund (IMF)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
প্রাথমিক অনুমোদিত দেশ: ২৯টি
-
বর্তমান সদস্য: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও চীনা ইউয়ান)
IMF-এর প্রধান কাজ:
-
অর্থনৈতিক স্থিতিশীলতা: সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
ঋণ ও সহায়তা প্রদান: কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান।
-
পরামর্শ ও গবেষণা: সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে নীতি প্রণয়নে পরামর্শ দেওয়া এবং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদান।
-
মুদ্রা বিনিময় ও মানের স্থিতিশীলতা: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে সহায়তা।
-
Special Drawing Rights (SDR): সংকটকালীন সময়ে আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের জন্য সদস্য দেশগুলোকে SDR প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা।
0
Updated: 5 days ago
বাংলাদেশে কোন দানাদার ফসল সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন হয়?
Created: 1 month ago
A
ধান
B
গম
C
ভুট্টা
D
যব
বাংলাদেশে দানা জাতীয় ফসলের উৎপাদন বিভিন্ন ফসল অনুযায়ী উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, যেখানে ধানের উৎপাদন সব থেকে বেশি।
-
ধান: দেশের ২৮৮.২০ লক্ষ একর জমিতে মোট ৪০৬.৯৭ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে:
-
আউশ ধান: ২৯.৭৩ লক্ষ মেট্রিক টন
-
আমন ধান: ১৬৬.৫৬ লক্ষ মেট্রিক টন
-
বোরো ধান: ২১০.৬৮ লক্ষ মেট্রিক টন
-
-
গম: ৭.৭০ লক্ষ একর জমিতে মোট ১১.৭২ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়।
-
ভুট্টা: ১২.৭২ লক্ষ একর জমিতে মোট ৪৮.৭৬ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়।
-
সরিষা: ১১.৪৪ লক্ষ একর জমিতে মোট ৬.৩৮ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়।
-
যব: ০.৩৯৮ লক্ষ একর জমিতে মোট ০.১৯৫ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়।
অর্থাৎ, দানা জাতীয় ফসলের মধ্যে ধানের উৎপাদনই বাংলাদেশে সর্বাধিক।
0
Updated: 1 month ago
বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজে জয় লাভ করে কোন দলের বিপক্ষে?
Created: 1 month ago
A
কেনিয়া
B
শ্রীলঙ্কা
C
জিম্বাবুয়ে
D
পাকিস্তান
- বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজে জয় লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৯৯৭ সালে।
- ১৯৮৬ সালের ৩১ মার্চ বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- ১৭ মে, ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয় পায়।
- ২০০৫ সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জয় লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ২০০০ সালে।
- ২০০০ সালের ১০ই নভেম্বর বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে।
- ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায়।
- ১০ জানুয়ারি, ২০০৫ সালে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
0
Updated: 1 month ago
কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে গবেষণা করেছেন?
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ বসু
B
আরজ আলী মাতুব্বর
C
কুদরত-ই-খুদা
D
ড. জামাল নজরুল ইসলাম
বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম
-
সম্পর্কে: বিশ্বখ্যাত বাংলাদেশি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
-
গবেষণার ক্ষেত্র: আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব (কসমোলজি), কোয়ান্টাম তত্ত্ব।
-
গুরুত্বপূর্ণ কাজ:
-
আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা।
-
সৌরজগতের গ্রহগুলোর সরলরেখায় অবস্থানের প্রভাব পর্যালোচনা।
-
-
প্রকাশিত গ্রন্থ:
-
The Ultimate Fate of the Universe (1983, Cambridge University Press)
-
বাংলা একাডেমি প্রকাশিত কৃষ্ণগহ্বর (Black Hole)
-
-
অর্জন: ২০০০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক
-
অবদান: আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান।
-
বিশেষ: কৃষ্ণগহ্বর ও ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
0
Updated: 1 month ago