’যুদ্ধবন্দীদের সাথে আচরণ’ সম্পর্কে বলা হয়েছে কততম জেনেভা কনভেনশনে?
A
প্রথম জেনেভা কনভেনশন
B
দ্বিতীয় জেনেভা কনভেনশন
C
তৃতীয় জেনেভা কনভেনশন
D
চতুর্থ জেনেভা কনভেনশন
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণের মৌলিক নীতি নির্ধারণ করে। এর মূল লক্ষ্য হলো যুদ্ধের সময় আহত, অসুস্থ ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
-
জেনেভা কনভেনশন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হয়।
-
এর আওতায় ৪টি চুক্তি এবং ৩টি প্রটোকল রয়েছে।
-
এই চুক্তিগুলোকে সাধারণভাবে চারটি রেডক্রস কনভেনশন বলা হয়।
প্রথম জেনেভা কনভেনশন:
-
আহত ও অসুস্থ সেনাদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।
দ্বিতীয় জেনেভা কনভেনশন:
-
সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা সম্পর্কিত।
-
এটি ১৯০৭ সালের 'হেগ চুক্তি' সংশোধন করে স্বাক্ষরিত হয়।
তৃতীয় জেনেভা কনভেনশন:
-
যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করে।
চতুর্থ জেনেভা কনভেনশন:
-
সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে, বিশেষ করে যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
উৎস:

0
Updated: 12 hours ago
নিচের কোন শহরটি 'পিংক সিটি' নামে পরিচিত?
Created: 4 days ago
A
অসলো
B
বোগোটা
C
জয়পুর
D
বেইজিং
জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী শহর এবং এটি ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরটি বিশেষভাবে ‘পিংক সিটি’ নামে পরিচিত।
-
জয়পুর রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর
-
শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়
-
এখানে হিন্দু ও মুসলিমের মিশ্র জনসংখ্যা রয়েছে
-
জয়পুর একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র
-
জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে—
-
গয়না
-
এনামেল কাজ
-
ধাতুর কাজ
-
মুদ্রিত কাপড়
-
পাথর, মার্বেল ও হাতির দাঁতের খোদাই
-
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 2 weeks ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 4 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
নেদারল্যান্ড
D
কানাডা
স্কটল্যান্ড ইয়ার্ড
-
সংজ্ঞা: লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম
-
অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: রবার্ট পিল (তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী)
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস, লন্ডন
-
নামকরণের উৎস: অফিসের অবস্থানের স্থানীয় নাম থেকে
-
বর্তমান নাম: New Scotland Yard
মূল কার্যাবলী:
-
অপরাধ তদন্ত: খুন, চুরি, জালিয়াতি, সন্ত্রাসবাদ ইত্যাদি
-
ক্রিমিনাল ইন্টেলিজেন্স: গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
-
ফরেনসিক সার্ভিস: অপরাধস্থলে বৈজ্ঞানিক প্রমাণ বিশ্লেষণ
-
জননিরাপত্তা রক্ষা: লন্ডনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা
-
সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago