’মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’ উক্তিটি কার?
A
জন লক
B
ইমানুয়েল কান্ট
C
টমাস হবস
D
সক্রেটিস
উত্তরের বিবরণ
টমাস হবস ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, যিনি আধুনিক রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর চিন্তাধারা রাষ্ট্র, সমাজ ও মানব প্রকৃতির বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত।
-
জন্ম: ৫ এপ্রিল ১৫৮৮, ওয়েস্টপোর্ট, ইংল্যান্ড।
-
মৃত্যু: ৪ ডিসেম্বর ১৬৭৯, লন্ডন, ইংল্যান্ড।
-
তিনি একজন খ্যাতনামা ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং তত্ত্ববিদ।
-
আধুনিক রাজনৈতিক দর্শনের পিতৃপুরুষ হিসেবে পরিচিত।
-
তাঁর দর্শন বিশেষ করে রাজ্যতত্ত্ব এবং মানব প্রকৃতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
তাঁর সর্বাধিক বিখ্যাত গ্রন্থ হলো Leviathan (১৬৫১), যেখানে সামাজিক চুক্তি তত্ত্ব প্রতিষ্ঠা করা হয়।
-
এই গ্রন্থকে আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়।
-
তাঁর বিখ্যাত উক্তি: "মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক"।
অন্যদিকে, সক্রেটিস তাঁর জ্ঞানমূলক দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
-
বিখ্যাত উক্তি: "নিজেকে জানো" (Know thyself)
-
বিখ্যাত উক্তি: "জ্ঞানই পূণ্য" (Virtue is knowledge)
উৎস:

0
Updated: 12 hours ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 4 days ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 4 weeks ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 4 weeks ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ

0
Updated: 4 weeks ago