WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা কোনটি?
A
Dispute Settlement Body
B
Ministerial Conference
C
Trade Policy Review Body
D
General Council
উত্তরের বিবরণ
WTO Ministerial Conference (মন্ত্রী পর্যায়ের সম্মেলন)
-
সংজ্ঞা: WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা
-
গঠন: সকল সদস্য দেশ দ্বারা গঠিত
-
কার্যাবলী:
-
WTO-এর কার্যকরী বিভাগ হিসেবে কাজ করা
-
General Council-এর অধিবেশনের অন্তর্বর্তী সময়ে কার্য পরিচালনা
-
-
আয়োজনের ফ্রিকোয়েন্সি: প্রতি দুই বছর
-
সর্বশেষ মন্ত্রী পর্যায়ের সম্মেলন: ২০২৪, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (MC13)
-
পরবর্তী সম্মেলন: ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14), ২৬–২৯ মার্চ, ২০২৬, ইয়াউন্দে, ক্যামেরুন
WTO-এর প্রধান কাজ:
-
উরুগুয়ে রাউন্ড চুক্তির প্রয়োগ ও বাস্তবায়ন
-
বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে কাজ করা
-
বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি
-
সদস্য দেশগুলোর জাতীয় বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণ
-
উন্নয়নশীল দেশসমূহকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান
0
Updated: 1 month ago
বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী কে? [ আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
সাফিনা হোসেন
B
শিরিন আক্তার
C
রুমি খান
D
তানজিনা রহমান
৪৮তম জাতীয় অ্যাথলেটিকস ২০২৫-এর ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে উভয় লিঙ্গেই নৌবাহিনী দলের ক্রীড়াবিদরা নেতৃত্ব দিয়েছেন।
নারী ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানবী: শিরিন আক্তার (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১২.০১ সেকেন্ড
-
দ্বিতীয় স্থান: সুমাইয়া দেওয়ান, সময় ১২.১৫ সেকেন্ড
পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানব: মোহাম্মদ ইসমাইল (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১০.৬১ সেকেন্ড
উল্লেখযোগ্য: গত চারবারের দ্রুততম মানব ইমরানুর রহমান এইবার অংশগ্রহণ করেননি।
0
Updated: 1 month ago
কত সালে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে?
Created: 1 month ago
A
২০০৬ সালে
B
২০০৮ সালে
C
২০০৫ সালে
D
২০১২ সালে
রাজনৈতিক দলের নিবন্ধন হলো বাংলাদেশের নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত একটি প্রক্রিয়া, যার মাধ্যমে রাজনৈতিক দলসমূহকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বৈধতা প্রদান করা হয়।
-
আইনি প্রেক্ষাপট:
-
২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে।
-
১৯৭২ সালের Representation of People Order (RPO)-এ রাজনৈতিক দল নিবন্ধনের কোনো বিধান না থাকলেও, ১/১১ সরকারের সময় Representation of People (Amendment) Ordinance, 2008-এর মাধ্যমে এটি সংযোজন করা হয়।
-
এই আইনে ১৯৭২ সালের RPO-র একটি অতিরিক্ত অধ্যায় সংযোজন করা হয়েছে, যার মধ্যে ৯টি ধারা (৯০এ থেকে ৯০আই) অন্তর্ভুক্ত।
-
-
নিবন্ধন প্রক্রিয়া:
-
ধারা ৯০এ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া দলসমূহকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে।
-
ধারা ৯০বি(১) অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে, দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিলের তারিখ পর্যন্ত নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে।
-
0
Updated: 1 month ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুয়ায়ী, দেশে মোট সাক্ষরতার হার কত?
Created: 1 month ago
A
৭৬.৪৪%
B
৭৬.৮৪%
C
৭৪.৬৪%
D
৭৪.৮০%
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
-
পুরুষ-নারী অনুপাত: পুরুষ ৯৯.০৮ : নারী ১০০.৯০
-
সাক্ষরতার হার (সর্বমোট): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
সাক্ষরতার হারের ভৌগোলিক বৈচিত্র্য
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (বিভাগ): ঢাকা বিভাগ
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (বিভাগ): ময়মনসিংহ বিভাগ
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (জেলা): পিরোজপুর জেলা
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (জেলা): জামালপুর জেলা
উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২
0
Updated: 1 month ago