UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
A
১৮৯টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৯৫টি
উত্তরের বিবরণ
UNCTAD (United Nations Conference on Trade and Development)
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৫টি
-
মূল লক্ষ্য:
১. উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা।
২. বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ প্রদান।
৩. নীতি-নির্ধারণে সহায়তা ও পরামর্শ প্রদান। -
প্রকাশনা: বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) সহ অন্যান্য প্রতিবেদন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
Created: 1 month ago
A
বাংলা একাডেমি পদক
B
জাতীয় পুরস্কার
C
একুশে পদক
D
স্বাধীনতা পদক
স্বাধীনতা পদক
-
সংজ্ঞা: স্বাধীনতা পদক হলো বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
-
প্রবর্তন: মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এই পুরস্কার প্রবর্তন করে।
-
প্রদানের ক্ষেত্র:
-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান
-
ভাষা আন্দোলনে অবদান
-
শিক্ষা
-
সাহিত্য
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
চিকিৎসা বিজ্ঞান
-
সাংবাদিকতা
-
জনসেবা
-
সামাজিক বিজ্ঞান
-
সঙ্গীত
-
ক্রীড়া
-
চারুকলা
-
পল্লী উন্নয়ন
-
-
পুরস্কারের উপাদান:
-
একটি স্বর্ণপদক
-
সম্মাননাপত্র
-
নগদ অর্থ
-
২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা:
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
0
Updated: 1 month ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিধানটি বর্ণিত আছে?
Created: 1 month ago
A
৬৬ নং
B
৬৭ নং
C
৭০ নং
D
৭১ নং
বাংলাদেশ সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন, তবে সংসদে সেই দলের বিপক্ষে ভোট প্রদান বা দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলাকে ফ্লোর ক্রসিং বলা হয়।
-
৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী:
-
সংসদ-সদস্য নির্বাচিত হলে যদি তিনি উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা
-
সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দেন,
-
তাহলে তাঁর সংসদে আসন শূন্য হবে।
-
-
তবে এই কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ-সদস্য হবার অযোগ্য হবেন না।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৬৬ নং অনুচ্ছেদ: সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা।
-
৬৭ নং অনুচ্ছেদ: সদস্যদের আসন শূন্য হওয়া।
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা।
উৎস:
0
Updated: 1 month ago
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNMISS কোথায় কার্যরত?
Created: 1 month ago
A
দক্ষিণ সুদান
B
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
C
সাইপ্রাস
D
লেবানন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission)
-
সংজ্ঞা: সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ।
-
প্রধান লক্ষ্য:
১. সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা।
২. মানবাধিকার রক্ষা করা।
৩. রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করা।
৪. যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা।
চলমান মিশনসমূহ:
-
আঞ্চলিক ভিত্তিতে: আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া
-
মিশনের উদাহরণ:
১. MINURSO – পশ্চিম সাহারা
২. MINUSCA – মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩. MONUSCO – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৪. UNDOF – গোলান হাইটস
৫. UNFICYP – সাইপ্রাস
৬. UNIFIL – লেবানন
৭. UNISFA – আবিয়েই
৮. UNMIK – কসোভো
৯. UNMISS – দক্ষিণ সুদান
১০. UNMOGIP – ভারত ও পাকিস্তান
১১. UNTSO – মধ্যপ্রাচ্য
মূল উদ্দেশ্য:
-
সংঘাতময় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সশস্ত্র পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন।
-
যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
-
আঞ্চলিক সরকারের সহায়তায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য পুনর্গঠন কার্যক্রম পরিচালনা।
ইতিহাস:
-
শুরু: ১৯৪৮ সালে
-
প্রথম মিশন: United Nations Truce Supervision Organization (UNTSO)
-
প্রেক্ষাপট: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ; লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর করা এবং চুক্তি পালন মনিটর করা।
0
Updated: 1 month ago