জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
A
১০ বার
B
১১ বার
C
১২ বার
D
১৩ বার
উত্তরের বিবরণ
নোবেল শান্তি পুরস্কার এবং জাতিসংঘ
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যক্তি বা সংস্থা মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
জাতিসংঘের মহাসচিব যারা নোবেল পেয়েছেন:
-
দ্যাগ হেমারশোল্ড – ১৯৬১
-
কফি আনান – ২০০১
গুরুত্বপূর্ণ নোবেল শান্তি পুরস্কার (জাতিসংঘ সংক্রান্ত):
| বছর | বিজয়ী | মন্তব্য |
|---|---|---|
| ২০২০ | বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) | খাদ্য সুরক্ষা ও দুর্ভিক্ষ নিবারণে অবদান |
| ২০১৩ | অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) | রাসায়নিক অস্ত্র ধ্বংস ও মনিটরিং |
| ২০০৭ | আইপিসিসি (IPCC) ও আল গোর জুনিয়র | জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান |
| ২০০৫ | আইএইএ (IAEA) ও মোহামেদ এলবারাদি | পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি প্রচেষ্টা |
| ২০০১ | জাতিসংঘ ও কফি আনান | শান্তি ও মানবাধিকার সংরক্ষণে অবদান |
| ১৯৮৮ | জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী | শান্তি প্রতিষ্ঠা ও বিরোধ শমন |
| ১৯৮১ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সংরক্ষণ ও মানবিক সহায়তা |
| ১৯৬৯ | আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) | শ্রম অধিকার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অবদান |
| ১৯৬৫ | ইউনিসেফ (UNICEF) | শিশুদের কল্যাণ ও স্বাস্থ্যসেবা উন্নয়ন |
| ১৯৬১ | দ্যাগ হেমারশোল্ড | শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব |
| ১৯৫৪ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সাহায্য ও পুনর্বাসন |
| ১৯৫০ | রালফ বাঞ্চ (Ralph Bunche) | মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা |
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্রপতির দায়মুক্তি' এর উল্লেখ রয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও স্থানীয় শাসনের দায়িত্ব, ক্ষমতা এবং মেয়াদ সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫২: রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
-
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৬: মন্ত্রিগণ
-
অনুচ্ছেদ ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা
0
Updated: 3 weeks ago
কোন ধরনের দেশগুলোর জন্য TRIPS চুক্তি কার্যকরে রেয়াত সুবিধা প্রদান করা হয়?
Created: 1 month ago
A
শুধুমাত্র উন্নত দেশ
B
শুধুমাত্র উন্নয়নশীল দেশ
C
শুধুমাত্র এলডিসিভুক্ত দেশ
D
উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশ
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের (Intellectual Property) মেধাস্বত্ব সম্পর্কিত একটি বৈশ্বিক চুক্তি।
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
গৃহীত: ১৫ এপ্রিল, ১৯৯৪, মরক্কোর মারাক্কাশে
-
কার্যকর: ১ জানুয়ারি, ১৯৯৫
-
-
মূল বৈশিষ্ট্য:
-
উন্নয়নশীল ও স্বল্পোন্নত (LDC) দেশগুলোর জন্য রেয়াত সুবিধা প্রদান।
-
স্বল্পোন্নত দেশগুলোর জন্য TRIPS চুক্তির প্রয়োগের মেয়াদ ১ জুলাই, ২০৩৪ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যা WTO-র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় প্রতীকে নিম্নের কোনটি নেই?
Created: 1 month ago
A
তারকা
B
পান পাতা
C
শাপলা
D
ধানের শীষ
বাংলাদেশের জাতীয় প্রতীক
-
গঠন ও উপাদান:
-
বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয় ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই।
-
প্রতীকটি হলো ভাসমান জাতীয় ফুল শাপলা, যার দুই পাশে ধানের শীষ ও পাটপাতা রয়েছে।
-
চারটি তারকা প্রতীকের ওপর স্থাপন করা আছে।
-
পানি, ধান ও পাট বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে সংযুক্ত।
-
ভাসমান শাপলা সৌন্দর্য, সুরুচি ও অঙ্গীকারের প্রতীক।
-
চারটি তারকা জাতীয় চারটি মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নির্দেশ করে।
-
-
ডিজাইনার ও ইতিহাস:
-
জাতীয় প্রতীকের ডিজাইন করেন পটুয়া কামরুল হাসান।
-
শাপলা এঁকেছেন মোহাম্মদ ইদ্রিস, ধানের শীষ ও পাটপাতা ও চারটি তারকা যুক্ত করেছেন শামসুল আলম।
-
এটি অনুমোদিত হয় ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি।
-
সংবিধানের প্রথম ভাগ, অনুচ্ছেদ ৪(৩)-এ প্রতীক সম্পর্কে বর্ণনা আছে।
-
-
ব্যবহার:
-
এই প্রতীক সাধারণ জনগণ ব্যবহার করতে পারে না।
-
কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যবহারের অনুমতি রাখেন।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) জাতীয় তথ্য বাতায়ন
0
Updated: 1 month ago