ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন?
A
৪২তম
B
৫৮তম
C
৬৭তম
D
৭৯তম
উত্তরের বিবরণ
জাতিসংঘ সাধারণ পরিষদ – ৭৯তম অধিবেশন (২০২৪)
-
সময় ও স্থান: সেপ্টেম্বর, ২০২৪; নিউ ইয়র্ক, জাতিসংঘ সদর দপ্তর
-
সভাপতি: ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং
-
আলোচ্য বিষয়:
-
সংঘাত নিরসন
-
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন
-
উন্নয়নশীল দেশগুলোর সহায়তা
-
অন্যান্য বৈশ্বিক ও মানবিক বিষয়
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন
-
তার ভাষণ হয় ২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
এটি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের অংশগ্রহণ
-

0
Updated: 13 hours ago
'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
Created: 1 day ago
A
ওয়ারেন হেস্টিংস
B
রবার্ট ক্লাইভ
C
লর্ড কর্নওয়ালিস
D
লর্ড কার্জন
১৭৯৩ সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস রাজস্ব আদায় সহজতর করার জন্য এবং একটি অনুগত শ্রেণি গঠনের উদ্দেশ্যে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করেন।
চিরস্থায়ী বন্দোবস্ত:
-
১৭৯৩ সালের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
-
নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করা হয়। এই ব্যবস্থাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
-
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমির উপর তাদের অধিকার হারায়।
-
অন্যদিকে, জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
-
১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথা এবং চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।
সূত্র:

0
Updated: 1 day ago
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে?
Created: 13 hours ago
A
এস এ করিম
B
বি এ সিদ্দিকী
C
সালাহউদ্দিন নোমান চৌধুরী
D
আনোয়ারুল কমির চৌধুরী
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ
১. এস এ করিম – ১৮ সেপ্টেম্বর ১৯৭৪ (প্রথম স্থায়ী প্রতিনিধি)
২. কে এম কায়সার
৩. খাজা ওয়াসিউদ্দিন
৪. বি এ সিদ্দিকী
৫. আতাউল করিম
৬. এ.এইচ.জি. মহিউদ্দিন
৭. মোহাম্মদ মহসিন
৮. হুমায়ুন কবির
৯. রিয়াজ রহমান
১০. আনোয়ারুল কমির চৌধুরী
১১. ইফতেখার আহমেদ চৌধুরী
১২. ইসামত জাহান – ১৮ জুন ২০০৭ (প্রথম নারী স্থায়ী প্রতিনিধি)
১৩. এ কে আব্দুল মোমেন
১৪. মাসুদ বিন মোমেন
১৫. রাবাব ফাতিমা
১৬. মুহাম্মদ আবদুল মুহিত
১৭. সালাহউদ্দিন নোমান চৌধুরী – বর্তমান স্থায়ী প্রতিনিধি
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম।
-
বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হলেন ইসামত জাহান।
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী।

0
Updated: 13 hours ago
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস না হওয়ার প্রধান কারণ -
Created: 1 day ago
A
সোভিয়েত ইউনিয়নের ভেটো
B
মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো
C
ভারতের আপত্তি
D
চীনের অনুপস্থিতি
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়নি, যা বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত।
প্রধান তথ্যসমূহ:
-
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে।
-
সোভিয়েত ইউনিয়ন সেই তিনবারের প্রতিটি প্রস্তাবেই ভেটো দেয়।
-
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করে।
-
তার পাল্টা হিসেবে ভারত মহাসাগরে অবস্থানরত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।
সূত্র:

0
Updated: 1 day ago