WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা কোনটি?
A
Dispute Settlement Body
B
Ministerial Conference
C
Trade Policy Review Body
D
General Council
উত্তরের বিবরণ
WTO Ministerial Conference (মন্ত্রী পর্যায়ের সম্মেলন)
-
সংজ্ঞা: WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা
-
গঠন: সকল সদস্য দেশ দ্বারা গঠিত
-
কার্যাবলী:
-
WTO-এর কার্যকরী বিভাগ হিসেবে কাজ করা
-
General Council-এর অধিবেশনের অন্তর্বর্তী সময়ে কার্য পরিচালনা
-
-
আয়োজনের ফ্রিকোয়েন্সি: প্রতি দুই বছর
-
সর্বশেষ মন্ত্রী পর্যায়ের সম্মেলন: ২০২৪, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (MC13)
-
পরবর্তী সম্মেলন: ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14), ২৬–২৯ মার্চ, ২০২৬, ইয়াউন্দে, ক্যামেরুন
WTO-এর প্রধান কাজ:
-
উরুগুয়ে রাউন্ড চুক্তির প্রয়োগ ও বাস্তবায়ন
-
বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে কাজ করা
-
বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি
-
সদস্য দেশগুলোর জাতীয় বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণ
-
উন্নয়নশীল দেশসমূহকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান

0
Updated: 12 hours ago
১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়?
Created: 3 days ago
A
তিন
B
দুই
C
চার
D
পাঁচ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার কর্তৃক জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে পুনর্গঠিত হয়। এ অধ্যাদেশে গ্রামীণ অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন ধরনের প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয়।
-
গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি প্রতিষ্ঠান হলো— ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ।
-
ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি মূলত ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ২২ নং অধ্যাদেশের অনুরূপভাবে রাখা হয়েছে।
-
ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচ বছর নির্ধারিত ছিল।
-
স্থানীয় সরকার অধ্যাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা, অপসারণ প্রক্রিয়া এবং কার্যক্রম পরিচালনার বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হয়েছে।
উৎস:

0
Updated: 3 days ago
কোন ঘটনার পর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে?
Created: 1 day ago
A
পলাশীর যুদ্ধ
B
বক্সারের যুদ্ধ
C
সিপাহী বিদ্রোহ
D
বঙ্গভঙ্গ
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ১৮৫৮ সালে ব্রিটিশ রাজ সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে।
সিপাহী বিদ্রোহ:
-
ব্রিটিশ সরকার ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে।
-
১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে ‘মঙ্গল পান্ডে’ নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ করেন।
-
ক্রমে এই বিদ্রোহ মিরাট, দিল্লি, বেরলী, ফতেহপুর, কানপুর, বুন্দেলখণ্ড, রোহিলা খণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর এবং দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
-
বিদ্রোহীরা মোগল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ ও বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করেন।
-
মারাঠা নেতা নানা সাহেব, ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈ, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহম্মদ উল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন।
-
সিপাহীরা জেলখানা ভেঙে কয়েদিদের মুক্তি, খাজাঞ্চিখানা লুঠ এবং সর্বত্র ব্রিটিশদের আক্রমণ করেন।
সূত্র:

0
Updated: 1 day ago
ডাম্বারটন ওকস সম্মেলনে কত সদস্যের নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়?
Created: 12 hours ago
A
৯ সদস্য
B
১১ সদস্য
C
১৩ সদস্য
D
১৫ সদস্য
ডাম্বারটন ওকস সম্মেলন (Dumbarton Oaks Conference)
-
স্থান ও সময়: ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে, ২১ আগস্ট – ৭ অক্টোবর ১৯৪৪।
-
উপস্থিত দেশ: সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন।
-
উদ্দেশ্য: জাতিসংঘ গঠনের প্রাথমিক রূপরেখা ও কাঠামো নির্ধারণ।
প্রধান প্রস্তাবসমূহ:
-
জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ।
-
সাধারণ পরিষদ: সমস্ত সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত।
-
নিরাপত্তা পরিষদ: ১১ সদস্য বিশিষ্ট, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্যদের মেয়াদ ২ বছর।
-
আন্তর্জাতিক বিচার আদালত স্থাপন।
-
সচিবালয় প্রতিষ্ঠা।

0
Updated: 12 hours ago