জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
A
দ্যাগ হ্যামারশোল্ড
B
পল-হেনরি স্পাক
C
ট্রিগভেলী
D
লেস্টার বি. পিয়ারসন
উত্তরের বিবরণ
জাতিসংঘ সাধারণ পরিষদ (UN General Assembly)
-
প্রকৃতি: জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা
-
সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ
-
আইনগত ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (ধারা ৯–২২)
-
অধিবেশন: বার্ষিক সাধারণ অধিবেশন, সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রথম অধিবেশন:
-
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৪৬
-
স্থান: লন্ডন
-
প্রতিনিধি: ৫১টি দেশ
-
সভাপতি: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক
-

0
Updated: 13 hours ago
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কী?
Created: 1 week ago
A
UNCLOS
B
UNCTAD
C
UNCAC
D
CEDAW
দুর্নীতিবিরোধী কনভেনশন:
-
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সংক্ষিপ্ত নাম হলো UNCAC।
-
এর পূর্ণরূপ United Nations Convention against Corruption।
-
এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কার্যকর হয়।
-
ইউএনসিএসি (UNCAC)-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের দুর্নীতি হ্রাস করা, যা জাতীয় সীমান্ত অতিক্রম করেও সংঘটিত হতে পারে।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সমান অধিকারকে কী বলা হয়?
Created: 1 week ago
A
নাগরিক সাম্য
B
সামাজিক সাম্য
C
আইনগত সাম্য
D
রাজনৈতিক সাম্য
-
রাজনৈতিক সাম্য বলতে বোঝায়, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ভোট প্রদানের, নির্বাচনে অংশগ্রহণের এবং সরকারি চাকরি গ্রহণের সমান অধিকার। এটি আধুনিক গণতন্ত্রের একটি মূল ভিত্তি।
রাজনৈতিক সাম্য (Political Equality):
-
রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থাকা হলো রাজনৈতিক সাম্য।
-
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ধন-দারিদ্র্য নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের নাগরিক যখন নির্বাচনে প্রার্থী বা ভোটদাতা হিসেবে অংশগ্রহণের সুযোগ পায়, তখনই কোনো দেশে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 2 weeks ago
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago