UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
A
১৮৯টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৯৫টি
উত্তরের বিবরণ
UNCTAD (United Nations Conference on Trade and Development)
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৫টি
-
মূল লক্ষ্য:
১. উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা।
২. বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ প্রদান।
৩. নীতি-নির্ধারণে সহায়তা ও পরামর্শ প্রদান। -
প্রকাশনা: বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) সহ অন্যান্য প্রতিবেদন।

0
Updated: 12 hours ago
নিচের কোনটি স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
Created: 3 days ago
A
বিভাগীয় প্রশাসন
B
জেলা প্রশাসন
C
উপজেলা প্রশাসন
D
উপজেলা পরিষদ
উপজেলা পরিষদকে স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত ধরা হয় না, কারণ এটি মূলত একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অপরদিকে স্থানীয় প্রশাসন বলতে বোঝানো হয় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত শাসন কাঠামো, যা স্থানীয় পর্যায়ে কার্যকর হয়।
-
স্থানীয় শাসন বলতে সাধারণত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কাঠামোকে বোঝানো হয়।
-
প্রশাসনিক সুবিধার্থে স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
-
এ ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্ন স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
-
কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই এর মুখ্য উদ্দেশ্য।
-
এই ব্যবস্থায় স্থানীয় শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সরকারের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে বিবেচিত হন।
উৎস:

0
Updated: 3 days ago
যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন কে?
Created: 2 weeks ago
A
গোলাম মোহাম্মদ
B
আইয়ুব খান
C
ইস্কান্দার মির্জা
D
ইয়াহিয়া খান
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা (১৯৫৪)
-
গঠনের তারিখ: ৩ এপ্রিল ১৯৫৪
-
মুখ্যমন্ত্রী: শের-ই-বাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্যরা:
পদের নাম | মন্ত্রী |
---|---|
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
বেসামরিক সরবরাহ ও যোগাযোগ | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী |
শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প | সৈয়দ আজিজুল হক |
-
মন্ত্রীসভা কার্যকাল: মোট ৫৬ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা দায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
-
বাতিলের কারণ: রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করতে চাইছে এমন অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৩০ মে ১৯৫৪ মন্ত্রীসভা বাতিল করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের EPZ গুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জাপান
D
শ্রীলঙ্কা
সবচেয়ে বেশি বিনিয়োগ (বেপজা ইপিজেডসমূহে):
-
দেশে বেপজার অধীনে বর্তমানে মোট ৮টি ইপিজেড ও ১টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
এগুলো হলো:-
চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, উত্তরা, ঈশ্বরদী, কর্ণফুলী ও আদমজী ইপিজেড
-
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল
-
⇒ এ পর্যন্ত বেপজার ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে।
সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ ও প্রতিষ্ঠানের সংখ্যা:
-
চীন → ১০৮টি প্রতিষ্ঠান
-
দক্ষিণ কোরিয়া → ৬১টি প্রতিষ্ঠান
-
জাপান → ২৯টি প্রতিষ্ঠান
-
ভারত → ১৯টি প্রতিষ্ঠান
-
যুক্তরাজ্য → ১৯টি প্রতিষ্ঠান
-
যুক্তরাষ্ট্র → ১৭টি প্রতিষ্ঠান
-
শ্রীলঙ্কা → ৭টি প্রতিষ্ঠান
-
অন্যান্য দেশ → বাকি প্রতিষ্ঠানগুলো

0
Updated: 1 week ago