অজয় বঙ্গ বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
A
১২তম
B
১৩তম
C
১৪তম
D
১৫তম
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক (World Bank) হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর নামেই পরিচিত।
-
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
প্রারম্ভিক সদস্য: ৩৮টি দেশ
-
বর্তমান সদস্য: ১৮৯টি দেশ
-
সর্বশেষ সদস্য: নাউরু
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান অঙ্গসংস্থা: ৫টি
বর্তমান প্রেসিডেন্ট – অজয় বঙ্গ:
-
পদ: ১৪তম প্রেসিডেন্ট
-
নিয়োগ: ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য
-
পূর্ব কর্মজীবন: ভিসা ও মাস্টারকার্ডের CEO
-
অন্যান্য দায়িত্ব: দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা, নিউ ইয়র্ক ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান
-
বিঃদ্রঃ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত হয়ে থাকে
0
Updated: 1 month ago
নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাধ্যতামূলক করতে কতটি সদস্যের সম্মতি প্রয়োজন?
Created: 1 month ago
A
৭টি
B
৯টি
C
১১টি
D
১৩টি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত।
-
প্রধান দায়িত্ব: বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
-
সদস্য সংখ্যা: ১৫টি (৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য)
-
স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (পি-৫)
-
অস্থায়ী সদস্য:
-
২০২৪–২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
২০২৫–২৬: ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা
-
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
-
প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
-
পদ্ধতিগত বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য নয়টি সদস্যের ইতিবাচক ভোট প্রয়োজন।
-
অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসহ মোট নয়টি ইতিবাচক ভোট থাকলে সিদ্ধান্ত গৃহীত হবে। ষষ্ঠ অধ্যায় বা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী বিবাদমান সদস্যরা ভোটদানে বিরত থাকতে পারে।
0
Updated: 1 month ago
সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোন বাজেট থেকে প্রণয়ন করে থাকে?
Created: 1 month ago
A
রাজস্ব বাজেট
B
অ-উন্নয়ন বাজেট
C
চলতি বাজেট
D
উন্নয়ন বাজেট
মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট সংক্রান্ত তথ্য:
-
মূলধন বা উন্নয়ন বাজেট হলো সেই বাজেট যেখানে সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়।
-
মূল লক্ষ্য: দেশের ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন।
-
সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থসংস্থান করে।
অর্থসংস্থানের উৎস:
-
অভ্যন্তরীণ আয়ের উৎস:
-
রাজস্ব উদ্বৃত্ত
-
বেসরকারি সঞ্চয়
-
ব্যাংক ঋণ
-
অতিরিক্ত কর ধার্য ইত্যাদি
-
-
বৈদেশিক আয়ের উৎস:
-
বৈদেশিক ঋণ
-
বৈদেশিক অনুদান
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয়কৃত খাতসমূহ:
-
কৃষি
-
শিল্প
-
বিদ্যুৎ ও জ্বালানি
-
মহিলা ও যুব উন্নয়ন
-
পরিবহন ও যোগাযোগ
-
পল্লি উন্নয়ন ও গৃহায়ণ
সারসংক্ষেপ: মূলধন বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
Created: 1 month ago
A
রসমলাই
B
জামদানি শাড়ি
C
ইলিশ মাছ
D
নকশিকাঁথা
জিআই (GI) বা Geographical Indication
-
সংজ্ঞা:
-
GI হলো “Geographical Indication” বা ভৌগোলিক নির্দেশক।
-
এটি একটি চিহ্ন বা প্রতীক, যা পণ্যের উৎস, গুণমান, সুনাম এবং বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে।
-
-
উদ্দেশ্য ও গুরুত্ব:
-
একটি অঞ্চলের আবহাওয়া, পরিবেশ বা প্রাকৃতিক উপাদান পণ্যের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে।
-
যদি পণ্যটি সেই অঞ্চলের সাংস্কৃতিক বা ঐতিহ্যিক উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হয়।
-
তখন সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
-
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি:
-
জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এই নিবন্ধনের কাজ করে।
-
-
বাংলাদেশের প্রথম GI পণ্য:
-
জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
-
0
Updated: 1 month ago